২০৩৬ অলিম্পিক্সের জন্য বিড করছে ভারত, সেই কারণে এখন থেকেই নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত। জানা গিয়েছে আমদাবাদকে ২০৩৬ অলিম্পিক্সের জন্য কেন্দ্রীয় স্থান ঠিক করা হলেও, এই বিষয়টি নিয়ে সরকারের বিভিন্ন স্তরে আলোচনা চলছে। জানা যাচ্ছে কিছু খেলাধুলাকে গুজরাটের বাইরের শহরগুলোত🐼ে নিয়ে যাওয়া হতে পারে। জানা যাচ্ছে, ভুবনেশ্বরে হকি, ভোপালে রোয়িং, পুনেতে ক্যানোইং এবং কায়াকিং এবং মুম্বইয়ে ক্রিকেট আয়োজন করা হতে পারে।
আন্তর্জাতিক অলিম্পিক কাউন্সিলের সঙ্গে ভারত নিরন্তর আলোচনা চালিয়ে যাচ্ছে। গত অক্টোবর মাসে ২০৩৬ অলিম্পিক্স আয়োজনের জন্য একটি ইচ্ছাপত্র জমা দেওয়া হয়েছে🍸 ভারত। ভারতীয় অলিম্পিক্স সংস্থার কর্মকর্তারা জানান, ‘আমরা খেলাধুলাকে ভারতের অন্যান্য রাজ্যেও নিয়ে যেতে চাই।’
আরও পড়ুন… ENG vs IND Test-এ খেলতে পারবেন𓆏 না রোহিত শর্মা? অ্যাডাম গিলক্রিস্টের ভবিষ্যদ্বাণী
নারানপুরা স্পোর্টস কমপ্লেক্সে কাজ চলছে-
আমদাবাদে অলিম্পিক্সের জন্য ৬০০০ কোটি টাকার বরাদ্দ করা হয়েছে। অলিম্পিক্সকে সফল করার জন্য ও খেলার অবকাঠামো প্রকল্প পরিকল্পিত করার জন্য ৬০০০ কোটি টাকা বা তার বেশি অর্থ খরচ করা হতে পারে। কর্মকর্তারা জানিয়েছেন, ‘এই প্রকল্পগুলো অলিম্পিক্সের সফলতা নির্বিশেষে এগিয়ে যাবে।’ নারানপুরা স্পোর্টস কমপ্লেক্স, যা মার্চে উদ্বোধন হবে, সেখানে একটি অলিম্পিক আকারের ইন্ডোর সুইমিং পুল, বাস্কেটবল, ভলিবল, ব্যাডমিন্টন কোর্ট, এবং অন্যান্য খেলার জꦍন্য সব সুবিধা থাকবে এবং অলিম্পিক্সের মানে করা হবে।
আরও পড়ুন… ভারতীয় দলে কোহলি-রোহিতের পরিবর্ত কারা? বোলিংয়🦂♏ের ভবিষ্যত নিয়ে চিন্তিত টিম ইন্ডিয়া
আর কোন কোন স্পোর্টস কমপ্লেক্সে কাজ করা হবে-
নারানপুরা স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধ♔নের পর, এটি ২০৩৬ অলিম্পিক্সের জন্য বৃহৎ অবকাঠামো পরিকল্পনার অংশ হিসেবে প্রদর্শিত হবে। এছাড়াও, সর্দার বল্লভভাই প্যাটেল স্পোর্টস এনক্লেভ এবং কারাই স্পোর্টস হাবের মতো প্রধান কেন্দ্রগুলোতেও ২০৩৬ অলিম্পিক্সের জন্য কাজ করা হবে।
অলিম্পিক্সের আগে অন্যান্য স্পোর্টস প্রতিযোগিতা আয়োজন নিয়ে কাজ করা হচ্ছে-
ভারত ইতিমধ্যে ২০২৮ বিশ্ব যুব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ, ২০২৮ এশিয়ান সুইমিং চ্যাম্পিয়নশিপ এবং ২০৩০ যুব অলিᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚম্পিক্সের জন্য আবেদন করেছে। কর্মকর্তারা জানিয়েছেন, ‘আমরা অলিম্পিক্সের জন্য সরাসরি আকাঙ্ক্ষা করছি𓄧 না, বরং অন্যান্য ইভেন্টের মাধ্যমে আমরা নিজেদের সক্ষমতার পরীক্ষা দিতে চাই।’
আরও পড়ুন… পিছিয়ে গেল P♑SL 2025-র ড্রাফটের তারিখ! লড়াইয়ে নামবেন IPL 2025-এর অবিক্রিত ক্রিকেটাররা
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।