গোটা বিশ্ব জুড়েই কর🦩োনা সংক্রমণের মাত্রা ক্রমশ বাড়ছে। তার জেরে বাতিল হওয়ার মুখে এ বারের টোকিয়ো অলিম্পিক্স। এমনটাই জানিয়েছে জাপানের শাসকদলের এক নেতা।
লিবারেল ডেমোক্রেটিক পার্টির সাধারণ সচিব তোসিহিরো নিকাই জানিয়েছেন, ‘যদি এটা আয়োজন করা একেবারেই সম্ভব না হয়, সে ক্ষেত্রে বন্ধ করার সিদ্ধান্ত ন💝িতেই🦩 হবে।’ এর সঙ্গেই তিনি যোগ করেছেন, ‘যদি অলিম্পিক্সের কারণে সংক্রমণ আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়, সে ক্ষেত্রে কীসের জন্য এই অলিম্পিক্স আয়োজন করা হবে?’
দলের স্পষ্টবক্তা হিসেবেই নিকাই পরিচিত। যে কারণে তাঁর এই মন্তব্যের পর জোর জল্পনা শুরু হ𝓡য়ে গিয়েছে। যদিও এই বিষয়ে দলের অন্যান্য নেতারা এখনও কোনও মন্তব্য করেননি।
ইতিমধ্যেই করোনার কারণে অলিম্পিক্স এক বছর পিছিয়ে গ🌸িয়েছে। ২০২০ সালে যে টুর্নামেন্ট হওয়ার কথা ছিল, সেই টুর্নামেন্টের জন্য এ বছর দিন ধার্য করা হয়েছে। ২০২১ সালের ২৩ জুলাই থেকে ৮ অগস্ট পর্যন্ত টুর্নামেন্ট হওয়ার কথা।
এ দিকে জাপানে করোনা ভাইরাসের প্রকোপ অতিরিক্ত মাত্রায় 🐻বেড়ে গিয়েছে। টোকিয়োতে সরকারি জরুরি অবস্থা তুলে নেওয়ার পর যেন আরও খারাপ পরিস্থিতি হয়েছে। ওসাকায় রেকর্ড সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত। সব মিলিয়ে করোনায় একেবারে বিধ্বস্ত জাপান। স্বাভাবিক ভাবেই সেখানে অলিম্পিক্স আয়োজন নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।