দেশের মোট ডেটার ট্রাফিকের প্রায় ১০০%-ই আসছে 4G এবং 5G থেকে। 4G LTE নেটওয়ার্কের সাফল্যের পর থেকে ভারতে মোবাইল ইন্টারনেট ব্যবহার দ্রুত হারে বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ করা হয়েছে রিপোর্ট। এই ডেটা ব্যবহার আগামিদিনে 5G-র মাধ্যমে আরও উচ্চতর স্তরে যাবে বলে মনে করা হচ্ছে।