সময়ের সঙ্গে পুরনো মডেলের ফোনগুলির সাপোর্ট বন্ধ করে অ্যাপ নির্মাতারা। এর আগে ২৪ অক্টোবর ২০২২-এ দু'টি পুরনো আইফোন মডেলেরও সাপোর্ট বন্ধ করেছিল হোয়াটসঅ্যাপ। তবে এবারের বন্ধের তালিকাটা কিছুটা লম্বা। জনপ্রিয় এই মেসেজিং অ্যাপে শীঘ্রই প্রায় ৪৯টি স্মার্টফোনের সাপোর্ট বন্ধ হতে চলেছে।
এক নজরে জেনে নিন, কোন কোন ফোনে ২০২৩ থেকে হোয়াটসঅ্যাপ সাপোর্ট বন্ধ হচ্ছে। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস বাংলা
নতুন স্মার্টফোন নিয়েছেন? সেক্ষেত্রে অন্তত হোয়াটসঅ্যাপের ব্যাপারে আপনার চিন্তার কিছু নেই। কিন্তু এখনও যদি কোনও পুরনো মডেলের স্মার্টফোন ব্যবহার করতে থাকেন, তবে এবার কিছুটা চিন্তার বিষয় আছে বৈকি। অন্তত হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে তাই। কেন? কারণ বেশ কিছু পুরনো অ্যান্ড্রয়েড ও আইফোনে এই অ্যাপ আর সাপোর্ট করবে না। এমনটাই জানিয়েছে মেটা অধীনস্থ সংস্থা। যদিও এটা খুবই স্বাভাবিক একটি বিষয়। সময়ের সঙ্গে পুরনো মডেলের ফোনগুলির সাপোর্ট বন্ধ করে অ্যাপ নির্মাতারা। এর আগে ২৪ অক্টোবর ২০২২-এ দু'টি পুরনো আইফোন মডেলেরও সাপোর্ট বন্ধ করেছিল হোয়াটসঅ্যাপ।
তবে এবারের বন্ধের তালিকাটা কিছুটা লম্বা। জনপ্রিয় এই মেসেজিং অ্যাপে শীঘ্রই প্রায় ৪৯টি স্মার্টফোনের সাপোর্ট বন্ধ হতে চলেছে। ফলে এই তালিকায় থাকা স্মার্টফোনে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্তই হোয়াটসঅ্যাপ চলবে। তারপরে আপনার ফোনের মডেলের নাম যদি এই তালিকায় থাকে, তাহলে আপনি আর তাতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন না। নতুন ফোন কিনতে হবে। আরও পড়ুন: এই কম্পিউটারগুলিতে Chrome ব্রাউজারের সাপোর্ট বন্ধ করছে Google
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, 'প্রযুক্তির অগ্রগতির সঙ্গে আমরা তাল মিলিয়ে এগিয়ে চলেছি। আর সেই কারণেই আমাদের নিয়মিত পুরনো কিছু অপারেটিং সিস্টেমে সাপোর্ট বন্ধ করতে হয়। তার বদলে নতুন প্রযুক্তির ডেভেলপমেন্টের কাজে জোর দেওয়া হয়। যদি দেখেন, আপনি যে অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন, সেটিতে আমাদের সাপোর্ট বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন যে, এবার আপগ্রেড করার সময় এসেছে। হোয়াটসঅ্যাপ ব্যবহার করা চালিয়ে যেতে তাই নতুন ফোন কিনতে হবে।'