Conjunctivitis Symptoms: চোখ লাল? ‘জয় বাংলা’ হয়নি তো? কীভাবে বুঝবেন? সেরে ওঠার টিপস দিলেন সরকারি চিকিৎসক
Updated: 26 Jul 2023, 10:56 PM IST লেখক Ayan Das বর্ষা আসতেই ফের শুরু হয়েছে 'জয় বাংলা' বা কনজাংটিভাইটিসের দাপট। আশপাশের কারও না কারও 'জয় বাংলা' হয়েছে বলে শোনা গিয়েছে। লাল হয়ে গিয়েছে তাঁদের চোখ। তাকানো যাচ্ছে না চোখের দিকে। সেই বিষয়টি নিয়ে একাধিক টিপস দিলেন পূর্ব মেদিনীপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিভাস রায়। বিস্তার🌱িত দেখুন ভিডিয়োয় -