Updated: 07 Sep 2021, 09:34 AM IST
HT Bangla Correspondent
দিনের আলোয় প্রকাশ্যে গুলি চালানোর ভিডিয়ো ভাইরাল ইসলামপুরে। দুষ্কৃতীরা প্রকাশ্যে রাইফেলের মতো আগ্নেয়াস্ত্র থেকে চালাচ্ছে গুলি। ইসলামপুরের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের ভদ্রকালী এলাকার ঘটনা। নেপথ্য দলের গোষ্ঠীদ্বন্দ্ব দায়ী বলে মনে করছেন স্থানীয় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান। প্রধান মহঃ রহিসউদ্দিনের দাবি বারবার বুঝিয়েও ঝামেলা মেটানো যাচ্ছে না। প্রধানের দাবি, এই সমস্যার কথা তিনি জানিয়েছেন প্রশাসনকেও। কিন্তু কোনও ফল হয়নি। ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার সচিন মক্কার জানান, ভিডিয়োটি হাতে এসেছে। এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি। গোটা বিষয়টা তদন্ত করে দেখা হচ্ছে।