Howrah train Accident: হাওড়ার কাছে লাইনচ্যুত লোকাল, ব্যাহত ট্রেন চলাচল
Updated: 28 May 2024, 03:54 PM IST লেখক Abhijit Chowdhury সকাল সকাল অফিস টাইমে চরম ভোগান্তি লোকাল ট্রেনের যাত্রীদের। আজ পূর্ব রেলের হাওড়া-বর্ধমান মেন লাইনে ব্যাহত হল ট্রেন পরিষেবা। এক দুর্ঘটনার জেরে ডাউন লাইনে বন্ধ ট্রেন চলাচল। জানা গিয়েছে, একটি লোকাল♏ ট্রেন লাইনচ্যুত হওয়ায় এই বিপত্তি ঘটে। লিলুয়া স্টেশনের কাছে এইꦆ দুর্ঘটনাটি ঘটে।