Pallavi Dey Death Case: ‘কত মায়ের কোল খালি করবে সাগ্নিক?’ পল্লবীর মতোই পরিণতি হয়েছিল সৌমির! জানুন সবটা
Updated: 18 May 2022, 10:23 PM IST লেখক Priyanka Mukherjee টিভি অভিনেত্রী পল্𒆙লবী দে-র রহস্য মৃত্যু হয়েছে রবিবার। নিজের ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় তাঁর দেহ। এবার নতুন মোড় নিল এই মামলা। জানা গেল পল্লবীর সঙ্গী সাগ্নিকের প্রথম প্রেমিকা স্কুলজীবনেই আত্মহত্যা করেছিল। হাওড়ার জগাছার বাসিন্দা সৌমি একাদশ শ্রেণির ছাত্রী ছিল। ২০১৪ সালের মার্চ মাসে নিজের বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় সে। অষ্টম শ্রেণি থেকে সাগ্নিকের সঙ্গে সম্পর্কে ছিল তাঁর মেয়ে, জানান সৌমির মা ইলা দেবী। তাঁর প্রশ্ন, ‘আর কত মায়ের কোল খালি করবে ও’? সাগ্নিকের কঠোর শাস্তির দাবি তুলেছেন সৌমির মা।