Updated: 22 Aug 2020, 06:42 PM IST
লেখক Priyanka Mukherjee
করোনা আবহেই গণেশ বন্দনায় মেতে উঠেছে মায়ানগরী মুম্বই। মহামারীর জেরে গণেশ পুজোর জৌলুসে কমতি থাকলেও ভক্তদের ভক্তিতে কোনওরকম ভাটা পড়েনি। অনান্য বছরের মতো এবছরও ধুমধাম করে খান পরিবারে স্বাগত জানানো হল বিঘ্নহর্তাকে। এবছর সোহেল খানের বাংলোয় বিরাজমান হলেন গণপতি। তাঁকে স্বাগত জানালেন সলমনের দুই বোন অর্পিতা খান শর্মা ও অলভিরা খান অগ্নিহোত্রী। ছিলেন সোহল খান ও অনান্য সদস্যরাও। যদিও এখনও দেখা মেলেনি ভাইজানের। গত বছর অর্পিতার বাড়িতে বাপ্পার প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল। গণেশ পুজোর সেলিব্রেশনের জন্য ইতিমধ্যেই বিএমসির তরফ থেকে কঠোর শর্তাবলি রাখা হয়েছে। কোনওরকম জমায়েত করা যাবে না। জায়গায় জায়গায় মজবুত করা হয়েছে পুলিশের টহলদারি।