‘মিত্তির বাড়ি’র সেটে জমিয়ে আইবুড়ো ভাত খেলেন পৌলমী দাস, বিয়েটা কবে?
- মিত্তির বাড়ির শ্যুটিং নিয়ে ব্যস্ত পৌলমী দাস। তবে এরই মাঝে চলছে বিয়ের প্রস্তুতি। পাত্রের নাম ঋদ্ধিমান মজুমদার। প্রেম নয়, রীতিমতো সম্বন্ধ দেখেই বিয়েটা হচ্ছে। তাঁর পাত্রও ইন্ডাস্ট্রির মানুষ নন। ৬ ডিসেম্বর যাবেন ছাদনাতলায়। তার আগে মিত্তির বাড়ির সেটে আইবুড়ো ভাত খেলেন তিনি।