আর্মি ডে প্যারেড ২০২৫ উপলক্ষ্যে চমক দেখালো ভারতীয় সেনাবাহিনী। রোবট কুকুরদের নিয়ে প্যারেড করলেন সেনারা। ইতিমধ্যেই পুনে থেকে ভাইরাল ৭৭ তম আর্মি ডে প্যারেডের ভিজ্যুয়াল। উল্লেখ্য, ১৯৪৯ সালে ভারতীয় সেনাবাহিনীর প্রথম ভারতীয় কমান্ডার-ইন-চিফ হিসাবে ফিল্ড মার্শাল কে এম কারিয়াপ্পাকে স্মরণ করার উদ্দেশ্যে পালিত হয় 'আর্মি ডে প্যারেড'।