Video: পার্থ চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে জুতো ছুড়লেন মহিলা! ক্ষোভে কী বললেন তিনি?
এসএসসি দুর্নীতি কাণ্ডে ক্রমেই একের পর এক ঘটনা কাড়ছে শিরোনাম। মঙ্গলবার মেডিক্যাল টেস্টের পর পার্থ চট্টোপাধ্যায় বের হচ্ছিলেন জোকা ইএসআই হাসপাতাল থেকে। সেই সময়ই তাঁকে লক্ষ্য করে এক মহিলা জুতো ছোড়েন। যদিও সেই জুতো পার্থ চট্টোপাধ্যায়ের গায়ে লাগেনি। মহিলার নাম শুভ্রা ঘড়ুই, বাড়ি আমতলায়। কেন জুতো ছুড়লেন এই প্রশ্ন করতে শুভ্রা ঘড়ুই বলেন। উল্লেখ্য, আদালতের নিয়ম অনুসারে ৪৮ ঘণ্টা অন্তর মেডিক্যাল টেস্ট করানো হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের। সেই বিধির আওতায় মঙ্গলবারও তাঁদের জোকা ইএসআই হাসপাতালে নিয়ে আসা হয়। তখনই ঘটে এই ঘটনা।