Hindustan Times
Bangla

বাপ বাপ বলে পালাবে আরশোলা, শুধু বাড়িতে বানান এই ২ বিশেষ মিশ্রণ

ঘর থেকে আরশোলা দূর করতে বেকিং সোডা খুব কার্যকরী। 

চিনি ও সমপরিমাণ বেকিং সোডা মিশিয়ে ঘরের কোনায় লাগান।

চিনির সঙ্গে বেকিং সোডা মিশিয়ে এবাং সেই মিশ্রণ জলের সঙ্গে মিশিয়ে নিয়ে স্প্রে করলেও সহজেই আরশোলার হাত থেকে মুক্তি পাওয়া যায়।

সপ্তাহে দুই বা তিন দিন এই প্রতিকারটি অনুসরণ করুন। 

এটি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়। বাজারে মেলা কেমিকেলের মতো এটি একেবারেই মানবদেহের জন্য ক্ষতিকর নয়

নিম পাতায় থাকা নিম তেল দিয়েও খুব সহজেই রান্নাঘর থেকে আরশোলা দূর করতে পারেন।

রান্নাঘর থেকে মাছি বা আরশোলা দূর করতে জলের সঙ্গে নিম তেল মিশিয়ে স্প্রে করুন।

এই জল এক কোণ থেকে আরেক কোণে ছিটানো হলে আরশোলা সহজেই পালিয়ে যাবে।

যেখানে থালা-বাসন ধোয়া হয় সেখানে প্রায়ই পাওয়া যায় আরশোলা। সেই জায়গাগুলিতেও এই মিশ্রণ দুটি চোখ বুজে স্প্রে করতে পারেন। 

caco88