By Priyanka Bose
Published 10 Feb, 2024
Hindustan Times
Bangla
পরিচালক বাবার কার্বন কপি! 'বাবলি'র সেটে দেখুন ইউভানের কীর্তি, ছবি শেয়ার করলেন রাজ
সাহিত্যিক বুদ্ধদেব গুহর ভীষণই জনপ্রিয় একটা উপন্য়াস 'বাবলি'। এবার সেই গল্পই উঠে আসতে চলেছে সিনেমার পর্দায়।
পরিচালক রাজ চক্রবর্তী বড় পর্দায় আনছেন 'বাবলি'। নতুন বছরের শুরুতেই শুরু হয়েছে ছবির শ্যুটিং।
কিছু দিন উত্তরবঙ্গে শ্যুটিং সেরে ফের ছবির টিম শ্যুটিং করেছেন কলকাতায়। আর শ্যুটিং সেটে বাবা রাজের সঙ্গে হাজির খুদে ইউভানও।
ইউভানের সঙ্গে ছবি শেয়ার করে রাজ লিখেছেন, 'আমার নায়ক বাবলির শ্যুটিং সেটে'।
উত্তরবঙ্গ থেকে শ্যুটিং সেরে ফিরেই ইউভান এবং ছোট্ট ইয়ালিনির সঙ্গে ছবি পোস্ট করেছিলেন শুভশ্রী।
এবার কাজের ব্যস্ততার ফাঁকে ছেলের সঙ্গে সময় কাটানোর ছবি তুলে পোস্ট করলেন রাজ।
সেটে কখনও হাতে-কাগজ পেন নিয়ে নিজের মতো ব্যস্ত ইউভান। আবার কখনও বাবার কোলে উঠে আদর খাচ্ছে সে।
নেটিজেনরা বাবা-ছেলের আদুরে ছবিতে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।
আর এই ছবিতে প্রথমবার জুটি হিসেবে দেখা যাবে আবীর- শুভশ্রীকে।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন
caco88