Hindustan Times
Bangla

বয়স ৩ মাস হতে না হতেই মা-বাবার সঙ্গে মন্দামণি ঘুরে এসেছেন ছোট্ট ডুগ্গু। আর এবার প্রথমবার আরও এক অভিজ্ঞতা হল খুদের।

প্রথমবার মা-বাবার সঙ্গে বিয়ে বাড়ির অতিথি রূপসা চট্টোপাধ্যায় ও সায়নদীপ সরকারের ছেলে 'ডুগ্গু', বেশ খোশমেজাজেই দেখা গেল তাকে।

বিয়েবাড়িতে সায়নদীপকে কাঁচা হলুদ রঙের সোয়েটশার্ট আর ধূসর রঙের প্যান্টে দেখা যায়, অন্যদিকে নতুন মা রূপসা পরেছিলেন গর্জাস নীল রঙের সালোয়ার কামিজ। আর ডুগ্গু পরেছিল লাল রঙের ড্রেস। 

সায়নদীপ তখন ডুগ্গুর প্রথম বিয়ে বাড়ির মুহূর্ত লেন্সবন্দি করতে ব্যস্ত, আর খুদে কিছুই না বুঝে ক্য়ামেরার দিকে জুলজুল করে দেখতে লাগল।

চলতি বছরের ২৬ জানুয়ারি জন্ম হয় রূপসা-সায়নদীপের ছেলের। গত ১১ মে মাতৃদিবসে সদ্যোজাত ছেলের বিশেষ একটি ভিডিয়োও পোস্ট করেছিলেন রূপসা।

এই মুহূর্তে ছোট্ট ডুগ্গুর বয়স ৪মাস, প্রায়দিনই ছেলের নানান মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা যায় রূপসা-সায়নদীপকে।

রূপসা-সায়নদীপ ছেলেকে ডুগ্গু বলে ডাকলেও তাঁরা ছেলের ভালো নাম রেখেছেন অগ্নিদেব। বেশ ঘটা করেই সামনে আনা হয়েছিল সেই নাম।

আরও ওয়েবস্টোরির জন্য ক্লিক করুন…।

caco88