সনম তেরি কসম ছবির সরস্বতীকে মনে আছে? হর্ষবর্ধন রানের সঙ্গে পর্দায় নজর কেড়েছিলেন মারওয়া
পর্দায় পূর্ণতা পায়নি সরস্বতীর প্রেম, বাস্তবে কিন্তু তেমনটা ঘটল না। মনের মানুষ অভিনেতা আমির গিলানির সঙ্গে নতুন জীবন শুরু করলেন মারওয়া
সাবাত' ও 'নিম'-এর মতো টিভি সিরিয়ালে একসঙ্গে কাজ করেছেন মাওরা ও আমির, পর্দার হিট জুটি এবার বাস্তবে একসঙ্গে
পারফেক্ট পাকিস্তানি কনের সাজেই পাওয়া গেল মারওয়া হুসেনকে। পরনে ছিল হালকা সবুজ-সোনালি রঙের লেহেঙ্গা এবং শরীর ঢাকা ব্লাউজ
সাইড মাং টিকা, নেকলেস এবং ছোট কানের দুল দিয়ে নিজের সাজ পরিপূর্ণ করেছেন মারওয়া, বরকে পাওয়া গেল কালো রঙা বন্ধগলা শেরওয়ানিতে
মারওয়ার সাজের সবচেয়ে খাস ছিল তাঁর মাথার ওড়না। শাশুড়ি মায়ের বিয়ের দুপাট্টাই নিজের মাথায় দিয়েছেন সুন্দরী
রূপকথার বিয়ে শেষে বরকে আগলে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন মারওয়া। তিনি লেখেন, 'জীবনের এই তাড়াহুড়োর মাঝে, অবশেষে আমি তোমাকে খুঁজে পেয়েছি। বিসমিল্লাহ... মাওরা ধনী হয়ে গেল। '
মারওয়া ও তাঁর হ্যান্ডসাম বরকে নতুন জীবনের শুভেচ্ছা জানিয়েছেন সাক্ষী সিং, মাহিরা খান-সহ দুই দেশের ভক্তরা।