By Priyanka Bose
Published 10 Oct, 2023
Hindustan Times
Bangla
মা অমৃতার সঙ্গে লন্ডনে দুর্দান্ত সময় কাটাচ্ছেন সারা, শেয়ার করলেন মিষ্টি ছবি
সারা আলি খান সত্যিকারের গ্লোব-ট্রটার। কেদারনাথ অভিনেত্রী বর্তমানে ইউরোপে ছুটি কাটাচ্ছেন।
লন্ডন থেকে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন সারা। সঙ্গী তাঁর মা অমৃতা সিং এবং তাঁর এক বান্ধবী।
সারার শেয়ার করা ছবিগুলিতে অভিনেত্রীকে নানা পপ কালার পোশাক পরে দেখা গিয়েছে
ছবিগুলি শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ভিলায়তে ভিলেন। কখনও ওয়ার্কআউট নয়তো কফি, কখনও ডায়েট ভুলেছি।'
আরও লিখেছেন, 'কিন্তু সব সময়- আমার উজ্জ্বল গাঢ় রং সেরা। মা এবং আমি শহরকে রাঙিয়ে তুলি- এটাই আমার আসল আয়াত'।
ছবিতে সারাকে রঙিন নানা রকমের সানগ্লাস পরে দেখা মিলেছে
প্যারিস এবং লন্ডন ভ্রমণে সারার একগুচ্ছ তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন
caco88