Hindustan Times
Bangla

আকাশে ঝলমলে পূর্ণিমার চাঁদ, কাশ্মীর ডায়েরির টুকরো ছবি শেয়ার করলেন সারা

সদ্য 'অ্যায় ওয়াতান মেরে ওয়াতান' ছবির শ্যুটিং শেষ করেছেন অভিনেত্রী সারা আলি খান।

কাজে ব্যস্ত থাকলেও অভিনেত্রীর মন কিন্তু পড়ে রয়েছে পাহাড়ে

সপ্তাহ খানেক আগেই মা অমৃতা সিংয়ের সঙ্গে কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন সারা

কাশ্মীর ডাইরি থেকে বেশ কিছু ছবি শেয়ার করলেন অভিনেত্রী

কাশ্মীরে পাহাড়ের কোলে পূর্ণিমার চাঁদের কথা পোস্টে উল্লেখ করেছেন অভিনেত্রী

এমনিতেই সারার পায়েত তলায় সরষে ফুল, ছুটি পেলেই পাহাড়ে কিংবা সমুদ্রের কাছে ছুটে যান নায়িকা

বিলাসবহুল হোটেলের সুইমিং পুলের জলে দাঁড়িয়ে পাহাড়ি দৃশ্যকে উপভোগ করার মুহূর্ত ভাগ করে নিয়েছেন সারা

কাশ্মীরে বন্ধুদের সঙ্গে সারার গ্রুপ ছবিতে দেখা মেলে অমৃতা সিংয়ের

caco88