By
Published 15 Jan, 2025
Hindustan Times
Bangla
মুম্বইয়ে ফের কোটি টাকার সম্পত্তি কিনলেন অভিনেতা শক্তি কাপুর ও তাঁর মেয়ে শ্রদ্ধা কাপুর।
জানা যাচ্ছে, শ্রদ্ধা ও শক্তি কাপুর যে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন, তার দাম ৬.২৪ কোটি টাকা।
শ্রদ্ধা কাপুর যে সম্পত্তিটি কিনেছেন, তার বিক্রেতা হল হল গ্লাইডার বিল্ডকন রিয়েলটরস প্রাইভেট লিমিটেড।
তথ্য বলছে, শ্রদ্ধা কাপুরের নতুন কেনা এই ফ্ল্যাটটি রয়েছে মুম্বইয়ের পিরামল মহালক্ষ্মী সাউথ টাওয়ারে।
২০২৫ সালের ১৩ জানুয়ারি শ্রদ্ধা কাপুরের নতুন কেনা ফ্ল্যাটটির রেজিস্ট্রেশন হয়েছে।
জানা যাচ্ছে, শ্রদ্ধার এই ফ্ল্যাটটির মোট কার্পেট এরিয়া ১০৪২.৭৩ বর্গফুট/স্কোয়ারফিট, যার মধ্যে দুটি বারান্দা রয়েছে।
শ্রদ্ধার কেনা এই অ্যাপার্টমেন্টের প্রতি বর্গফুট কার্পেট এরিয়ার দাম ৫৯,৮৭৫ টাকা।
রিয়েল এস্টেট কোম্পানির ওয়েবসাইট অনুসারে, পিরামল মহালক্ষ্মী সাউথ টাওয়ারের এই ফ্ল্যাটে ২-৩টি শোবার ঘর রয়েছে।
গত বছর মুম্বইয়ের জুহু এলাকায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছিলেন শ্রদ্ধা, যার মাসিক ভাড়া ৬ লক্ষ।
গত বছর শ্রদ্ধা যে ফ্ল্যাটটি ভাড়া নেন সেটা ৩৯২৮.৮৬ বর্গফুট/স্কোয়ার ফিটের, এটার জন্য শ্রদ্ধা গোটা বছরের অগ্রিম ৭২ লক্ষ টাকা ভাড়া দিয়ে দিয়েছিলেন।
আরও ওয়েব স্টোরিজের জন্য
আরও ওয়েবস্টোরির জন্য ক্লিক করুন...
caco88