Hindustan Times
Bangla

৮ বছরে পা দিল তৈমুর আলি খান। করিনা কাপুর এবং সইফ আলি খানের বড় ছেলের জন্মদিনে দেখুন অভিনেত্রীর পোস্ট করা বিভিন্ন আদুরে ছবি। 

রেস্তোরাঁয় বসে মন দিয়ে খাবার খেতে দেখা যাচ্ছে একটি ছবিতে ছোট্ট টিমটিমকে। 

আরেকটি ছবিতে দেখা যাচ্ছে মালদ্বীপে সমুদ্রের পাড়ে বসে মন দিয়ে সূর্যাস্ত দেখছে তৈমুর। 

দুই ছেলেকে নিয়ে হোলি খেলার ছবিও পোস্ট করেছেন করিনা। 

কাগজ দিয়ে বানানো মুকুট পরে থাকা তৈমুরের ছবি নজর কেড়েছে সবার। 

দাদা ইব্রাহিমের মতো ছোট্ট তৈমুরেরও অ্যাবস আছে! 

দুই ভাইয়ের সঙ্গে তৈমুরকে দেখা যাচ্ছে একটি ছবিতে। 

বোন ইনায়ার সঙ্গেও একটি ছবিতে দেখা যাচ্ছে তৈমুরকে। 

একটি ছবিতে বাবার সঙ্গে খেলার মাঠে বসে থাকতে দেখা যাচ্ছে তৈমুরকে। 

caco88