Hindustan Times
Bangla

৪০-এর গণ্ডি পেরিয়েও বিয়ে করেননি টলিপাড়ার এই ৫ নায়িকা, ৩ নম্বর নামটি দেখলে চমকে যাবেন!

কথাতেই আছে-জন্ম, মৃত্যু ও বিয়ে, তিন বিধাতা নিয়ে—। টলিপাড়ায় একদিকে বিয়ের হিড়িক, কিন্তু ৪০ পার করেও অবিবাহিত এই সুন্দরীরা

মুনমুন সেনের ছোট মেয়ে রিয়া হ্যাপিলি ম্যারেড, কিন্তু বড় কন্যে রাইমা ৪৫ বছর পার করেও অকৃতদার

বিয়ে নিয়ে নায়িকার জবাব, 'বিয়েটা আমার জন্য বাধ্যতামূলক নয়, সঠিক সময়ে সঠিক মানুষ পেলে নিশ্চয় বিয়ে করব'

রাজ চক্রবর্তীর সঙ্গে প্রেম ভাঙার পর থেকে পায়েলের জীবনে প্রেম আসেনি! ৪২-এ এসেও অবিবাহিত নায়িকা, প্রাক্তন যদিও সুখে সংসার করছেন

পায়েলের কথায়  'বাঙালি পরিবারে যেমন মনের মতো ছেলে খুঁজে পাওয়া কঠিন, সমান কঠিন বাবা-মায়ের মনের মতো ছেলে খুঁজে পাওয়াও। 

তনুশ্রীর জীবনে প্রেম এসেছে বারবার, তখনও রুদ্রনীল ঘোষ, কখনও পরমব্রতর সঙ্গে নাম জডিয়েছে

মাঝে এক ডিভোর্সি ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন, সেই প্রেমও ভেঙেছে। তাই ৪০ পেরিয়ে এখনও সিঙ্গল তনুশ্রী

৪০ পেরিয়েও বিয়ে করেননি রাজশ্রী ভৌমিক। কেন করেননি বিয়ে?

অভিনেত্রীর কথায়, 'আমি বিয়ে করিনি। বিয়ে করার মতো সত্যি কাউকে খুঁজে পাইনি। '

বর্তমানে আনন্দীর শাশুড়ির জীবনের সতীন-কাঁটা নন্দিনী, অর্থাৎ রূপা ভট্টাচার্য

রূপা সম্পর্কে জড়িয়েছেন, ঠকেছেন কিন্তু আজও প্রেমে আস্থা রাখেন। তাঁর চাই সৎ পাত্র যার মগজাস্ত্র থাকতে হবে। লুকস ম্যাটার করে না। 

caco88