ফের লাইনচ্যুত হল মালগাড়ি। বীরভূমের তারাপীঠ রোড স্টেশনের কাছে কয়লাবোঝাই মালগাড়িটি লাইনচ্যুত হয়ে যায়। ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। আজ শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। এরফলে ওই লাইনে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকে। একাধিক দূরপাল্লার ট্রেন দাঁড়িয়ে পড়ে। এর ফলে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।
আরও পড়ুন: অযোধ্যায় লাইনচ্যুত মালগাড়ির ৪ বগি, আটকে পড়ল বহু ট্রেন, চরম দুর্ভোগে যাত্রীরা
জানা যাচ্ছে, মালগাড়িটি এদিন কয়লাবোঝাই করে সাঁইথিয়া থেকে রামপুরহাটের দিকে যাচ্ছিল। তারাপীঠ স্টেশনের কাছে আসতেই ঘটে বিপত্তি। মালগাড়ির একটি বগির চাকা ভেঙে যায়। এরপর মালগাড়িটি লাইনচ্যুত হয়ে যায়। ঘটনাটি ঘটেছে এদিন সকাল ৯.৪৫ টা নাগাদ। যদিও দুর্ঘটনায় কোনও আহত বা নিহতের ঘটনা ঘটেনি। তবে এর জেরে দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের। এই লাইনে আসা একাধিক ট্রেন দাঁড়িয়ে পড়ে। ঘণ্টা খানেক এই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে থাকে।
মালগাড়ি লাইনচ্যুত হওয়ার ফলে শিয়ালদা-শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, হাওড়া-ভাগলপুর বন্দেভারত এক্সপ্রেস, হাওড়া-আজিমগঞ্জ গণদেবতা এক্সপ্রেস বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে। ফলে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। এদিকে, খবর পেয়ে রেলের ইঞ্জিনিয়াররা সেখানে পৌঁছে গিয়ে রেললাইন। তাঁরা মালগাড়িটিকে সেখান থেকে সরানোর চেষ্টা করেন।