অপারেশন সিঁদুর চলাকালীন আলিয়া জানিয়েছিলেন তিনি কান চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করবেন না। তবে দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ফের কান চলচ্চিত্র উৎসবে যেতে রাজি হন আলিয়া। গতকাল ২৩ মে প্রথমবার কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হাঁটতে দেখা গিয়েছিল রণবীর পত্নীকে।
আরও পড়ুন: অপেক্ষাতেই লুকিয়ে নিঃস্বার্থ ভালোবাসা, এক অন্য প্রেমের গল্পে বলতে আসছে গৃহপ্রবেশ, প্রকাশ্যে এল ঝলক
আরও পড়ুন: রুপোলি পর্দায় আসছে রতন টাটার বায়োপিক, নাম ভূমিকায় দেখা যাবে কাকে?
রেড কার্পেটে একটি প্যাস্টেল রঙের ফ্লোরাল গাউন পরে হাঁটতে দেখা যায় আলিয়াকে। গাউনের সঙ্গে শুধুমাত্র ম্যাচিং দুল ছাড়া আর অন্য কোনও জুয়েলারি পরতে দেখা যায়নি অভিনেত্রীকে। একটি হাত পাখার পিছনে মুখ লুকিয়ে স্টাইল করতেও দেখা গিয়েছে তাঁকে। সব মিলিয়ে কান চলচ্চিত্র উৎসবে আলিয়ার প্রথম লুক কোনও রাজকুমারীর থেকে কম কিছু ছিল না।
প্রথম লুক ভাইরাল হতে না হতেই প্রকাশ্যে এলো আলিয়ার দ্বিতীয় লুক। এবার একটি কালো রঙের বডিকন পোশাকে নিজেকে সাজিয়ে তুলেছিলেন তিনি। পোশাকের সঙ্গে তিনি মানানসই ন্যূনতম গয়না পরেছিলেন। হাতের আংটি এবং কানের দুল ছাড়া আর তেমন কিছুই পরতে দেখা যায়নি আলিয়াকে।
আলিয়ার প্রথম লুক দেখে যতটা উৎসাহিত হয়েছিলেন অনুরাগীরা, তাঁরা ঠিক ততটাই আশাহত হয়েছেন অভিনেত্রী দ্বিতীয় লুক দেখে। অনেকেই মনে করেছেন, কালো রঙের পোশাকের সঙ্গে নো মেকআপ বেছে নিলেও একটি ডার্ক টোনের লিপস্টিক যদি তিনি ব্যবহার করতেন তাহলে হয়তো অনেকটাই সুন্দর দেখতে লাগত। সব মিলিয়ে আলিয়ার দ্বিতীয় লুক কান চলচ্চিত্র উৎসবের জন্য কিছুটা হলেও আন্ডাররেটেড বলে মনে করছেন অনেকে।
আলিয়ার লুক দেখে একজন লিখেছেন, 'এই পোশাকটির সঙ্গে আরও সুন্দর করে নিজেকে সাজিয়ে তোলা যেত।' অন্য একজন লিখেছেন,' সব সময় সাদামাটা সাজে ভালো লাগে না।' তৃতীয় একজন লিখেছেন, ‘লুকটি চমৎকার হলেও আপনার আত্মবিশ্বাসের অভাব স্পষ্ট।’ কেউ কেউ আবার করিনা কাপুর খানের লুকের সঙ্গেও আলিয়ার লুকের তুলনা টেনেছেন।
আরও পড়ুন: 'মৃত্যুর মুখে ঠেলে…', হঠাৎ কী নিয়ে এমন পোস্ট করলেন ঝিলম?
আরও পড়ুন: চুল কেটে রেডি! পুরনো লুকে নতুন ছবির শ্যুটিং শুরু কার্তিকের
প্রসঙ্গত, এতদিন পর্যন্ত ল'রিয়েলের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে দেখা দিয়েছে ঐশ্বর্য রাই বচ্চনকে। চলতি বছর থেকে ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করছেন আলিয়াও।