মুক্তি পাওয়ার পর থেকে আদিপুরু নিযে বিতর্কের অন্ত নেই। বিশেষ করে ছবির সংলাপ ও ভিস্যুয়াল এফেক্টস নিয়ে সমালোচনা হচ্ছে সবচেয়ে বেশি। তবে তাতে ছবির ব্যবসায় কোনও খামতি আসেনি। রবিবার সমস্ত ভাষায় আনুমানিক ৬৪ কোটি সংগ্রহ করেছে ছবিখানা। যার ফলে ভারতে এই ছবির মোট সংগ্রহ গিয়ে দাঁড়াল ২১৬ কটি টাকা। ওম রাউতের পরিচালনায় এই সিনেমায় রাঘব চরিত্রে প্রভাস, জানকি চরিত্রে কৃতি শ্যানন এবং রাবণের চরিত্রে অভিনয় করেছেন সইফ আলি খান।
আদিপুরুষ নিয়ে একাধিক সমালোচনার পর রবিবার প্রোডাকশন হাউস টি-সিরিজ, এবং সংলাপ লেখক মনোজ মুনতাশির রবিবার ঘোষণা করেছেন কিছু সংলাপে পরিবর্তন করা হবে যা দর্শকদের ভালো লাগেনি।
Sacnilk.com-এর রিপোর্ট অনুসারে, আদিপুরুষের হিন্দি সংস্করণ প্রাথমিক অনুমান অনুযায়ী ৩৮.৫ কোটি সংগ্রহ করেছে। এটি সব ভাষায় তিন দিনের সংগ্রহ প্রায় ২১৬ কোটি মতো এবং তৃতীয় দিনের আয় ৬৪ কোটি টাকা।
আদিপুরুষের ওপেনিং ছিল দেখার মতো। যা পাঠানের রেকর্ডও ভেঙে দিয়েছিল। সিনেমাটি বিশ্বব্যপী ১৪০ কোটি সংগ্রহের করেছিল প্রথম দিনেই। শনিবার যোগ হয় ১০০ কোটি টাকা। বিশ্বব্যাপী বক্স অফিসে ২০০ কোটি অতিক্রম করে গিয়েছে আদিপুরুষ। ছবিটি শুধু হিন্দি অঞ্চলেই নয়, সব ভাষাতেই ভালো ব্যবসা করছে।
অরুণ গোভিল, যিনি ‘রামায়ণ’-এ ভগবান রামের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি এক সাক্ষাৎকারে আদিপুরুষকে ‘হলিউডের কার্টুন’ বলে উল্লেখ করেন। যদিও তিনি সিনেমাটি দেখেননি, তবে নির্মাতাদের কাছে তাঁর প্রশ্ন, রামায়ণের আধুনিকীকরণের আদৌ কেন প্রয়োজন পড়ল?
এদিকে ‘আদিপুরুষ’ নিয়ে প্রতিবাদ এসেছে নেপাল সরকারের পক্ষ থেকে। ১৮ জুন, রবিবার, কাঠমাণ্ডুর মেয়র বালেন্দ্র শাহ নেপালের রাজধানীর সমস্ত হলে বলিউডের সমস্ত ছবির প্রদর্শন বন্ধ করার নির্দেশ জারি করলেন। কারণ হল, ‘আদিপুরুষ’ ছবিতে সীতাকে ভারত-কন্যা বলা হয়েছে। ছবি মুক্তি পাওয়ার পরই কাঠমাণ্ডুর মেয়র নির্মাতাদের অনুরোধ করেন ভুল শুধরে নেওয়ার। অথবা সিনটা বাদ দেওয়ার। কিন্তু এই বিষয়ে সাড়া না পেয়ে বলিউডের সব ছবির উপরই নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়েছে। বালেন্দ্র শাহের মতে সীতা জনকপুরের রাজা জনকের কন্যা ছিলেন। আর জনকপুর নেপালে।