ফরাসি ওপেনের যোগ্যতা অর্জন পর্বেই বড় ধাক্কা খেল ভারত। ব্যক্তিগত ইভেন্ট তো বটেই, ডবলস ইভেন্টেও ভারতীয় প্রতিযোগীরা নজর কাড়তে ব্যর্থ হলেন। লিয়েন্ডার পেজের অবসরের পর থেকে ভারতের কেউ আর গ্র্যান্ডস্লাম জয়ের ক্ষেত্রে ধারাবাহিকতা দেখাতে পারছেন না। রোহন বোপান্নাও অবশ্য গতবছর পর্যন্ত ভারতের জয়োধ্বজা উড়িয়েছেন আন্তর্জাতিক মঞ্চে, তবে তরুণ প্রজন্ম একদমই ব্যর্থ হল।
যোগ্যতা অর্জন পর্ব থেকেই ছিটকে গেলেন ভারতের টেনিস তারকা সুমিত নাগাল। ফ্রেঞ্চ ওপেন কোয়ালিফায়াদের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিলেন ভারতের এই শীর্ষ বাছাই টেনিস খেলোয়াড়। প্রথম রাউন্ডের গণ্ডি টপকালেও দ্বিতীয় রাউন্ডে মুখ থুবড়ে পড়লেন তিনি। অস্ট্রিয়ার জুরিজ রোডিওনভের বিপক্ষে ২-৬, ৪-৬ ফলে হেরে গেলেন সুমিত। প্রথম ম্যাচে মার্কিন টেনিস খেলোয়াড় মিচেল ক্রুয়েগারের বিরুদ্ধে স্ট্রেট সেটে জয় দিয়ে অভিযান শুরু করেছিলেন বিশ্বের ১৭০ নম্বর টেনিস খেলোয়াড় সুমিত নাগাল। প্রতিপক্ষ ছিল ২২৫ নম্বর ক্রমতালিকায় থাকা রোডিওনভ। কিন্তু ১ ঘণ্টা ২৯ মিনিটের লড়াইয়ের শেষে হার মানলেন ভারতের টেনিস খেলোয়াড়।
প্রথম সেটে তো নাগলকে সেভাবে দাঁড়াতেই দেননি অস্ট্রিয়ার প্রতিপক্ষ। দ্বিতীয় সেটে অবশ্য ভারতীয় টেনিস তারকা ২-৪ এ পিছিয়ে পড়ার পরেও দুরন্ত লড়াই দিচ্ছিলেন। মনে করা হচ্ছিল, এক কামব্যাক রচনা করবেন তিনি, যদিও তেমন কিছুই করতে পারলেন না সুমিত। শেষ পর্যন্ত কোয়ালিফাইং রাউন্ডের চূড়ান্ত পর্বে পৌঁছলেন অস্ট্রিয়ার রোডিওনভ।
এর আগে চারটি গ্র্যান্ডস্লামের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন নাগাল, তাই ফরাসি ওপেনের এই হার তাকে বেশ খোঁচা দেবে। এদিকে সামনে গ্রাস কোর্টে উইম্বলডনও রয়েছে, তাই সেখানেও লড়াইয়ের জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিচ্ছেন সুমিত। কারণ ক্লে কোর্টে খেলা সহজ নয়। তাই ফরাসি ওপেনের কোয়ালিফায়ারের এই হারটাকে খুব বেশি গুরুত্ব হয়ত তিনি দেবেন না। কারণ কঠিন কোর্টে একটা আধটা অঘটন ঘটে যেতেই পারে।
এদিকে জেনেভা ওপেনের রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে অবাছাই জ্যাকব স্নাইটার, মার্ক ওয়ালনার জুটির কাছে হেরে গেলেন ইউকি ভামব্রি - রবার্ট গ্যালোওয়ে জুটি। ৬-৭, ৪-৬ ফলে হারলেন তারা। প্রথম সেটে দুরন্ত লড়াই দিকেও দ্বিতীয় সেটে আর চাপ ধরে রাখতে পারলেন না ইন্ডো আমেরিকান জুটি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।