আন্ডার ওয়ার্ল্ডকে প্রেক্ষাপট করে দুই ক্রাইম রিপোর্টারের গল্প নিয়ে আসছে হনসল মেহতার 'স্কুপ'-এর। সোমবার মুক্তি পেল ট্রেলার। যেখানে ক্রাইম রিপোর্টার জাগ্রুতি পাঠকের ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেত্রী করিশ্মা তান্নাকে, আরও এক সিনিয়ার ক্রাইম রিপোর্টার জয়দেব সেনের ভূমিকায় রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
করিশ্মা তান্না ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
নাম জাগ্রুতি পাঠক, পেশায় তিনি ক্রাইম রিপোর্টার। অন্ধকার দুনিয়ার একের পর এক গোপন খবর সামনে আনেন জাগ্রুতি। সাংবাদিকতার মাত্র ৭ বছরের মধ্যেই সাফল্যের চূড়ায় পৌঁছে যান জাগ্রুতি। এই কয়েক বছরেই তিনবার প্রমোশন হয় তাঁর। এমনকি ছোটা রাজনের মতো কুখ্যাত মাফিয়াও জাগ্রুতিকে সাক্ষাৎকার দিতে সম্মাতি জানিয়ে দেন। আর এটা ছিল জাগ্রুতির কাছে ক্রাইম রিপোর্টার হিসাবে সাফল্য়েও একটা বড় সিঁড়ি।
জাগৃতি ছোটা রাজনের সাক্ষাৎকার নেন, কিন্তু তারপর?
আন্ডার ওয়ার্ল্ডকে প্রেক্ষাপট করে দুই ক্রাইম রিপোর্টারের গল্প নিয়ে সামনে এল 'স্কুপ'-এর ট্রেলার। হনসল মেহেতা পরিচালিত এই ওয়েব সিরিজের টিজার আগেই সামনে এসেছিল। সোমবার মুক্তি পেল ট্রেলার। যেখানে ক্রাইম রিপোর্টার জাগ্রুতি পাঠকের ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেত্রী করিশ্মা তান্নাকে, আরও এক সিনিয়ার ক্রাইম রিপোর্টার জয়দেব সেনের ভূমিকায় রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।