এবারের আইপিএল থেকে আগেই ছিটকে গেছে রাজস্থান রয়্যালস। তারা প্লে অফে যেতে পারেনি। গতবার আইপিএলে প্রথম তিনে ছিল সঞ্জু স্যামসনের দল। কিন্তু এবারে অধিনায়কের চোট সঙ্গে রিয়ান পরাগদের টানা অফ ফর্মে রাজস্থান বিশ্রী পারফরমেন্স করেছে । যদিও তাদের দলের দুই ওপেনারই নজর কেড়েছে আইপিএল ২০২৫- এ। যশস্বী জসওয়াল প্রথম থেকেই ভালো খেলেছেন, আর বৈভব সূর্যবংশী পরে যোগ দিয়ে নজর কেড়েছেন। কিন্তু মিডল অর্ডারের ব্যর্থতা তাঁদের এবারের আইপিএল থেকে অনেকটা দূরে নিয়ে চলে গেছে। সঙ্গে টিম ম্যানেজমেন্টের ভুল দল নির্বাচনও রয়েছে। এরই মধ্যে রাজস্থানের চিন্তা বাড়ালেন ওপেনার যশস্বী।
যশস্বীর পোস্টে জল্পনা তুঙ্গে
তার ইনস্টাগ্রাম পোস্ট হৈচৈ ফেলে দিয়েছে নেট দুনিয়ায়, যা দেখে মনে হচ্ছে তিনি হয়ত আগামী বছর আর রাজস্থান রয়্যালসের হয়ে খেলবেন না আইপিএলে। আর তার কিছু কাজ দেখেই মনে করা হচ্ছে, যশস্বীকে দলে নিতে পারে তিনবারের চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্স। এবারের আইপিএলে এখনো পর্যন্ত রাজস্থানের এই ওপেনার করেছেন ৫৫৯ রান, তাদের দলের মধ্যেই সর্বোচ্চ স্কোর তারই। চলতি মরশুমটা রাজস্থানের ভালো যায়নি তা মেনে নিয়েই টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানান যশস্বী।
রাজস্থানকে ধন্যবাদ জানিয়ে পোস্ট যশস্বীর
ইনস্টাগ্রাম পোস্টে বাঁহাতি এই ওপেনার লিখেছেন, ' ধন্যবাদ রাজস্থান রয়ালস দল সব কিছুর জন্য। হয়তো এই মরশুমটা আমরা যেরকম চেয়েছিলাম সেরকম হয়নি। তবে আমাদের এই যাত্রার জন্য আমি কৃতজ্ঞ থাকব সারাজীবন। এবার পরবর্তী চ্যালেঞ্জের দিকে তাকাচ্ছি যা ভবিষ্যতে সম্মুখীন হব'। প্রথমে এই লেখাটি পোস্ট করলেও যখন সমর্থকরা তার পোস্টে কমেন্ট করতে থাকেন এবং তাকে দল ছাড়তে বারুন করেন। তখনই এক প্রকার চাপে পড়ে পুরো বিষয়টি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেন তিনি। তাই লেখাটি তিনি এডিট করে একটি ভারতের পতাকা দেন, যাতে সবাই ভাবে যে তিনি পরবর্তী চ্যালেঞ্জ বলতে ভারতীয় দলের কথা ভেবেছেন।
এদিকে কিছুদিন আগেও নিজের ঘরোয়া দল মুম্বাই থেকেও গোয়া দলে যোগ দেওয়ার কথা জানিয়েছিলেন যশস্বী, যদিও পরে আবার নিজেই তিনি সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে মুম্বাইতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। সামনে ইংল্যান্ড সফরে বিরাট - রোহিতের অনুপস্থিতিতে যশস্বীর ব্যাটের দিকেই তাকিয়ে থাকবে টিম ম্যানেজমেন্ট। তবে তিনি কিন্তু রাজস্থান রয়্যালসকে বেশ চিন্তায় ফেলে দিলেন।