অনেকের কাছেই অপটিক্যাল ইলিউশন কিম্বা ব্রেন টিজার বেশ একটি মজার খেলা। আর একাকী থাকলে এই মজার খেলায় অনেকেই মন ডুবিয়ে নিতে চান।
এই শার্টে কয়টা ফুটো রয়েছে বলতে হবে!
ছবি রয়েছে একটি শার্টের। সেখানে খুঁজে বের করতে হবে, কয়টি ফাঁকা জায়গা রয়েছে। এই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে এক সোশ্যাল মিডিয়া পোস্ট। উল্লেখ্য, ভাইরাল ব্রেন টিজার ও অপটিক্যাল ইলিউশনের হাতছানি থেকে অনেকেই নিজেকে সরিয়ে রাখতে পারেন না। আর এই নয়া চ্যালেঞ্জ তেমনই এক ব্রেন টিজারের চ্যালেঞ্জ।
সারা দিনের নানান পরিশ্রম, ব্যস্ততার মাঝে, কিছুটা ফাঁকা সময় অনেকেই মস্তিষ্কের খেলায় মেতে উঠতে চান। অনেকের কাছেই অপটিক্যাল ইলিউশন কিম্বা ব্রেন টিজার বেশ একটি মজার খেলা। আর একাকী থাকলে এই মজার খেলায় অনেকেই মন ডুবিয়ে নিতে চান। আর অনেকেই এমন রয়েছেন যাঁরা এই অপটিক্যাল ইলিউশন কিম্বা ব্রেন টিজারে বুঁদ হয়ে থাকেন। ধীরে ধীরে তাঁরা এই খেলায় চ্যাম্পিয়ন হয়ে যান। এমনই এক খেলাকে আরও উৎসাহ দিতে এবার নানান সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি হচ্ছে। তারমধ্যে অন্যতম হল এই পোস্ট। যেখানে একটি হলুদ ব্যাক গ্রাউন্ডের ওপর একটি সাদা টি শার্ট রাখা হয়েছে। সেখানে ওই টি শার্টে দেখা যাচ্ছে, ২ টি জায়গায় বড় ছেদ রয়েছে। তা প্রায় ফুটো থেকে বড় হয়ে এপার ওপার দেখা যাচ্ছে।