বাংলা নিউজ > ঘরে বাইরে > বাবরির থেকেও বড় মসজিদ হবে অযোধ্য়ায়, ছাড়পত্র মিলল, রাম মন্দির থেকে কত দূরে?
পরবর্তী খবর
বাবরির থেকেও বড় মসজিদ হবে অযোধ্য়ায়, ছাড়পত্র মিলল, রাম মন্দির থেকে কত দূরে?
1 মিনিটে পড়ুন Updated: 05 Mar 2023, 03:39 PM ISTSatyen Pal
আইআইসিএফ সেক্রেটারি আতাহার হুসেন জানিয়েছেন, সমস্ত ক্লিয়ারেন্স পাওয়া গেলে ট্রাস্টের তরফে একটি মিটিং করা হবে। এরপরই মসজিদ তৈরির ব্যাপারে চূড়ান্ত পরিকল্পনা নেওয়া হবে।
শিল্পীর চোখে অযোধ্যায় মসজিদ। (ছবি সৌজন্য টুইটার) প্রতীকী ছবি
সুপ্রিম কোর্টের নির্দেশ। এবার অযোধ্যাতেই ধন্নিপুর মসজিদ তৈরির ব্যাপারে সবুজ সংকেত দিল অযোধ্যা ডেভেলপমেন্ট অথিরিটি। বাবরি মসজিদ- রাম জন্মভূমি রায়ের আওতায় এই নির্দেশ দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত। এবার সেই নির্দেশকে বাস্তবায়িত করার জন্য এগিয়ে এল এডিএ।
একটি মসজিদ, একটি হাসপাতাল, একটি গবেষণাগার বা রিসার্চ ইনস্টিটিউট, একটি কমিউনিটি কিচেন, একটি লাইব্রেরি তৈরি করা হবে। ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন ট্রাস্টের আওতায় এই প্রতিষ্ঠানগুলি তৈরি হবে। উত্তর প্রদেশ সরকার যে পাঁচ একর জায়গা দিচ্ছে সেখানেই তৈরি হবে এই প্রতিষ্ঠানগুলি।
এই কনস্ট্রাকশন তৈরি করতে প্রায় বছর দুয়েক দেরি হয়ে গিয়েছে। এর মধ্যে এডিএর কিছু টালবাহানা রয়েছে বলে খবর। তবে এবার মসজিদ সহ অন্য়ান্য প্রতিষ্ঠানগুলি বাস্তবায়িত হওয়ার পথে।