বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসার গ্রহদের রাজকুমার বুধের আলাদা মাহাত্ম্য রয়েছে। বৈদিক জ্যোতিষ গণনায় বলা হচ্ছে, রাজকুমার বুধ সামান্য অবস্থান পাল্টালেও তার প্রভাব প্রায় সব রাশিতে পড়ে। তবে আসন্ন সময়ে ২৩ মে বৃষ রাশিতে প্রবেশ করবেন বুধ। এই গোচর ব🌠হু মানুষের জন্য লাভদায়ক হতে চলেছে। বহু রাশির জাতক জাতিকাকারা এই সময় লাভবান হতে চলেছেন। কারা হবেন লাভবান? দেখে নিন জ্যোতিষমতে।
বৃষ
এই সময় আপনার ব্যক্তিত্বে আলাদা উজ্জ্বলতা আসবে। বুধদেব আপনার রাশির লগ্নভাবে সঞ্চরণ করছেন। এই সময় আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তুঙ্গে থাকবে। যা সিদ্ধান্ত নেবেন তাই ফলপ্রসূ হবে। কেরিয়ারের দিক থেকে আপনি তুঙ্গে লাভবান হবেন। বিবাহিতরা পাবেন দাম্পত্য সুখ। ব্য🐽বসায়ীদের ভালো মুনাফা হবে। নতুন ব্যবসায়িক সম্পর্ক তৈরি হবে। আয়ের নতুন নতুন রাস্তা তৈরি হবে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো জায়গায় থাকবে।
( কৃপা করবেন স্ব൩য়ং গুরু, চন্দ্র! কুম্ভ সহ এই ৩💧 রাশির সমৃদ্ধি রোখা মুশকিল! আসছে তাবড় যোগ)
( কৃপা করবেন স্বয়ং গুরু, চন্দ্র! কুম্ভ সহ এই ৩ রাশির সমৃদ্ধি রোখা মুশকিল! আসছে তাবড় ♔যোগ)
কর্কট
এই স✨ময় আপনার আয়ে হু হু করে বৃদ্ধি নজরে আসতে পারে। আপনার যা আর্থিক পরিস্থিতি তাতে বিশেষ লাভ পেতে পারেন। টাকা রোজগারের বহু পন্থা পেয়ে যাবেন আপনি। কোনও পুরনো বিনিয়োগ থেকে পেতে পারেন লাভ। আপনার বহু ইচ্ছা পূরণ হতে পারে এই সময়। দেশ বিদেশের যাত্রা করতে পারেন। সৃষ্টিশীল কোনও কাজের সঙ্গ যদি জড়িত থাকেন , তাহলে পেতে পারেন লাভ। শিক্ষা ক্ষেত্র থেকে ছাত্রপা ভালো ফল পাবেন।
কুম্ভ
মে মাসের শেষ থেকে ভাগ্য তুঙ্গে থাকবে কুম্ভ রাশির। বহু বিলাসিতা এই সময় পাবেন। তার জেরে ভাগ্যে আসবে সুখ। এই সময় আপনি গাড়ꦦি, বাড়ি, সম্পত্তি কিনতে পারেন। দীর্ঘ দিন ধরে যে কাজ আপনার আটকে রয়েছꦕে, তা এবার পূর্ণতা পেতে পারে। স্বাস্থ্যের দিক থেকে সময় ভালো কাটবে। চাকরিরতদের পদোন্নতির যোগ রয়েছে এই সময়। টাকার সেভিংস এই সময় হবে।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হ🅺িন্দুস্তান ꦬটাইমস বাংলা।)