জ্যোতিষশাস্ত্রমতে প্রতিটি গ্রহই নিজ𝕴ের মতো করে অবস্থান পরিবর্কন করে। এই জ্যোতিষ গণনামতে গুরু বৃহস্পতি হলেন সমৃদ্ধি, জ্ঞান, বৈভব, আধ্যাত্ম, জ্যোতিষ আর মান সম্মানের কারক। যখনই গুরু গ্রহের চালে পরিবর্তন হয়, তখনই প্রভাব পড়ে এই ক্ষেত্রগুলিতে। জ্যোতিষ গণনা বলছে, ১০ এপ্রিল, ২০২৫ সালে গুরু গ্রহ মঙ্গলের নক্ষত্র মৃগশিরায় প্রবেশ করতে চলেছেন। যারফলে বহু রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। কোন কোন রাশির আকস্মিক ধনলাভের যোগ রয়েছ🧸ে, দেখা যাক।
ধনু
আপনার প্রতিটি কাজে পেতে পারেন ভাগ্যের সহযোগিতা। দেশ বিদেশে করতে পারেন যাত্রা। বুদ্ধি, বিবেক সহ বিভিন্ন ক্ষেত্র থেকে পেতে পারেন লাভ। চাকরিরতদের কার্যক্ষেত্রে বিভিন্ন দিক থেকে আসবে সাফল্য। এই সময় বাহন আর সম্পত্তি থেকে স𒆙ুখ লাভ করতে পারেন। ধন বৃদ্ধির যোগ তৈর হতে পারে। জীবনে আসবে ইতিবাচক বদল। চাকরিরতদের পদোন্নতির য💞োগ তৈরি হবে। আটকে থাকা কাজ সম্পন্ন হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ছাত্ররা সফল হবেন।
মেষ
এই সময় আপনার সুখ সুবিধা বাড়ত থাকবে। এই সময় বিনিয়োগ থেকে লাভের যোগ তৈরি হবে। সন্তানের সঙ্গে জড়িত কোনও সুখবর পেতে পারেন। ব্যবসারღ সঙ্গে সঙ্গ♈ে নিজের জীবন থেকেও কোনও সুখবর পেতে পারেন আপনি। জীবনের নানান ক্ষেত্র থেকে সাফল্যের সংকেত আসবে। বিশেষত আর্থিক দিক ও কর্মক্ষেত্র থেকে বিপুল লাভ হবে। অনেক ইচ্ছা পূরণ হবে। স্বাস্থ্য ভালো থাকবে। আত্মবিশ্বাস বাড়বে। অনেক টাকা সঞ্চয় করতে পারবেন।
কর্কট
এই সময় আর্থিক লাভ করার সুযোগ থাকবে। সঞ্চয়ের সঙ্গে সঙ্গে অনেক ধরন𒀰ের খরচা করতে পারবেন। সম্পত্তি কিম্বা গাড়ি কিনতে পারেন। এই সময় সাহস বৃদ্ধি হতে পারে। পরিশ্রমও বাড়তে পারে। কোনও নতুন কাজ শুরু করতে পারেন এই সময়। কোনও লক্ষ্য পূরণ করার থাকলে, তা এখন থেকে শুরু করতে পারেন। আপনি কোথাও যাত্রা করলে, তা থেকে লাভ পেতে পারেন। ২৯ মার্চেই শনির ঢাইয়া থেকে মুক্তি পেয়েছেন। ফলে আপনার সব কাজ ভালোর দিকে যাবে।