আভিষেক শর্মার ঝড়ো হাফ-সেঞ্চুরি ও এনরিখ ক💙্লাসেনের শান্ত মাথায় খেলা ৪৭ রানের ইনিংসের দৌলতে সানরাইজার্স হায়দরাবাদ সোমবার লখনউ সুপার জায়ান্টসকে ছয় উইকেটে হারিয়ে ঋষভ পন্তদের আইপিএল ২০২৫-এর প্লে-অফের দৌড় থেকে ছিটকে দিয়েছে।
প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প ছিল না লখনউ সুপার জায়ান্টসের সামনে। প্রথমে ব্যাট করে তারা মিচেল মার্শের ৬৫ ও এইডেন মার্করামের ৬১ রানের দুর্দান্ত ইনিংসের ওপর ভর কℱরে ২০৫/৭💧 রান তোলে। তবে মাঝের ওভারগুলোতে ছন্দপতন ঘটে এবং ইনিংসের শেষ ওভারে তারা তিনটি উইকেট হারায়। স্কোরবোর্ডে ২২০ পার করতে না পারাটাই তাদের ব্যর্থতার মূল কারণ হয়ে দাঁড়ায়।
জবাবে, একানা স্টেডিয়ামে প্রথমবারের মতো আইপিএল-এ ২০০ রানের বেশি টার্গেট তাড়া করে জয় পায় সানরাইজার্স হায়দরাবাদ। শুরুতেই আভিষেক শর্মা মাত্র ২০ বলে ৫৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন, যার মধ্যে তাঁর ফিফটি আসে মাত্র ১৮ বলে। তাঁর ঝড়ো ইনিংসে ভর করেই হায়দরা𝐆বাদ সহজেই পথ তৈরি করে নেয়, আর বাকি কাজটা শেষ করেন ক্লাসেন, দলকে ১৮.২ ওভারে ২০৬/৪ রানে পৌঁছে দিয়ে।
এই পরাজয়ের ফলে লখনউ সুপার জায়ান্টস ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে নেমে যায় এবং প্লে-অফের আশা শেষ হয়ে যায়। অপরদিকে, সানরাইজার্স তাদের চতুর𒊎্থ জয় তুলে নিয়ে ৯ পয়েন্টে পৌঁছায়।
আরও পড়ুন … রিজওয়ানের ইংরাজি নিয়ে আ🌊র্শদীপের খোঁচা! জসওয়ালকে সঙ্গে করে ম෴জার ভিডিয়ো বানালেন
LSG-এর প্লে-অফ থেকে ছিটকে যাওয়ার পর দলটির মালিক সঞ্জীব গোয়েঙ্কা সোশ্যাল মিডিয়ಌায় এক আবেগঘন বার্তা শেয়ার করেন। লখনউ সুপার জায়ান্টস মালিক লেখেন, ‘মরশুমের দ্বিতীয়ার্ধটা কঠিন ছিল, কিন্তু অনেক কিছু শেখার মতো রয়েছে। দলের মনোবল, প্রচেষ্টা ও কিছু অনন্য মুহূর্ত আমাদের ভবিষ্যতের জন্য শক্ত ভিত দেবে। এখনও দুইটি ম্যাচ বাকি। গর্বের সঙ্গে খেলব, মরশুমটা সম্মানের সঙ্গে শেষ করব।’
আরও পড়ুন … ব্যর্থ ২৭ কোটির পন্ত, SRH-এর কাছে ৬ উইকেটে হেরে IP𒁏L 2025-থেকে বিদায় নিল গোয়ে♋ঙ্কার LSG
এদিকে গুজরাট টাইটান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পঞ্জাব কিংস ইতিমধ্যেই প্লে-অফ নিশ্চিত করেছে। শেষ স্থানের জন্য এখন লড়াই চলছে মুম্বই ইন্ডিয়ানস ও দিল্লি ক্যাপিটালস-এর মধ্যে। 🦩এখন দেখার আইপিএল ২০২৫ প্লಞে-অফের জন্য কোন দল নিজের জায়গা পাকা করে।