রাজপথে তখন উত্তেজনা। দিকে দিকে স্লোগান 'উই ওয়ান্ট জাস্টিস'। একদিকে ক্ষুব্ধ প্রতিবাদীরা, অন্যদিকে পুলিশ। যেন যুযুধান দুই পক্ষ। ছাত্রসমাজের ডাকে ‘নবান্ন অভিযান’ ঘিরে বাংলার বুকে মঙ্গলবার তুমুল উত্তেজনা দেখা যায়। তারই মাঝে হাওড়া ব্রিজে এক গেরুয়া পরিহিত বৃদ্ধের হাতে দেখা যায় দেশের জাতীয় পাতাকা। সেই দৃশ্যের ছবি পোস্ট করে একটি ভিডিয়ো পোস্ট করেন বিজেপি নেতা অমিত মালব্য।
একদিকে গার্ডরেল সরিয়ে এগিয়ে আসতে থাকেন আন্দোলনকারীরা।অন্যদিকে, পুলিশ নিতে থাকে পদক্ষেপ। দুই পক্ষের সংঘাতের মাঝেই পুলিশের তরফে জলকামান চার্জ করা হয়। হাওড়া ব্রিজ চত্বরে তখন তুমুল উত্তেজনা। জনতাকে ছত্রভঙ্গ করতে কখনও টিয়ার গ্যাসের শেল ফাটছে, কখনও জল কামান চালানো হচ্ছে। জল কামান ঘিরে যখন পুলিশি পদক্ষেপ শেষ হয়ে যাচ্ছে, তখন আবার মিছিল এগিয়ে আসছে। তারই মাঝে এক ব্যক্তিকে দেখা গিয়েছে প্রতিবাদীদের সঙ্গে এগিয়ে যেতে। তাঁর পরনে গেরুয়া বসন। তিনি হাতে দেশের জাতীয় পতাকা নিয়ে দাঁড়িয়ে। হাওড়া ব্রিজের বুকে পুলিশের প্রবল জলকামানের সামনে দাঁড়িয়ে হাতে জাতীয় পাতাকা নিয়ে তাঁকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এই দৃশ্যকে ‘মমতার শাসনকালের বিরুদ্ধে প্রতিবাদের চূড়ান্ত প্রতীক ’ বলে বর্ণনা করেছেন বিজেপি নেতা অমিত মালব্য। এদিকে, নবান্ন অভিযান ঘিরে হাওড়ায় বিভিন্ন জায়গায় প্রবল সংঘাতের ছবি দেখা যায়।
( Ganesh Chaturthi 2024 Tithi: গণেশ চতুর্থী ২০২৪ আর ক'দিন পরই রয়েছে! পুজোর শুভ সময়, তারিখ দেখে নিন)
এদিকে, বিজেপির তরফে আগামিকাল রাজ্যে ১২ ঘণ্টা বনধ ডাকা হয়েছে। এদিন নবান্ন অভিযানেে পুলিশি লাঠিচার্জের বিরুদ্ধে বুধবার রাজ্যে ১২ ঘণ্টার বনধ রয়েছে। একথা ঘোষণা করেছেন বিজেপির রাজ্য প্রধান সুকান্ত মজুমদার। অন্যদিকে, তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, সেই বনধের চরম বিরোধিতা করেছেন। তিনি এই অভিযানকে সমাজ বিরোধীদের অভিযান বলে বার্তা দিয়েছেন। এদিকে, নবান্ন সাফ জানিয়েছে এই বনধ মানা হবে না।