আইপিএলের অনেক দলকেই টুর্নামেন্টের কোনও একটি ম্যাচে অন্য রংয়ের জার্সি পরে মাঠে নামতে দেখা যায়। সচেতনতামূলক প্রচারাভিযানে অংশ নিতেই বিশেষ রংয়ের জার্সি পরে খেলতে দেখা যায় আইপিএলের দলগুলিকে। আরসিবি সবুজায়নের বার্তা দিতে প্রতি বছরই একটি আইপিএল ম্যাচ খেলে সবুজ জার্সি পরে। নাহলে বেঙ্গালুরুর আইপিএল জার্সির রং লাল।
ঠিক তেমনই গুজরাট টাইটানস তাদের ১টি আইপিএল ম্যাচ খেলে ল্যাভেন্ডার জার্সিতে। সাধু উদ্যোগে সামিল হয়েই গুজরাট টাইটানস একটি আইপিএল ম্যাচে তাদের চির পরিচিত নেভি ব্লু জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নেয়। ল্যাভেন্ডার রং সব ধরণের ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক হিসেবে করা হয়। সুতরাং বোঝাই যাচ্ছে যে, মারণরোগ ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে মানুষের পাশে থাকা ও সচেতনতার বার্তা দিতেই টাইটানস শিবিরের এই উদ্যোগ।
বৃহস্পতিবার ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে আইপিএল ২০২৫-এর ম্যাচে ল্যাভেন্ডার জার্সি পরে মাঠে নামার সিদ্ধান্ত নেন শুভমন গিলরা। গুজরাটের এটি লিগের ১৩ নম্বর ম্যাচ। ইতিমধ্যেই টুর্নামেন্টের প্লে-অফে জায়গা করে নেওয়া গুজরাট চেন্নাইয়ের বিরুদ্ধে তাদের শেষ ম্যাচ খেলবে ঘরের মাঠ নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই।