জঙ্গল দখলের লড়াই। আর সেই লড়াইয়ে প্রাণ গেল একটি হাতির। সাধারণত হাতিদের মধ্যে জঙ্গল দখলের লড়াইয়ের ঘটনা নতুন কিছু নয়। তবে লড়াইয়ে হাতির মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন বন দফতরের আধিকারিকরা। রবিবার দুপুরে কার্শিয়াং বনবিভাগের বাগডোগরা টিপুখোলার জঙ্গলে ওই হাতির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে বনবিভাগ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। হাতির দেহ উদ্ধার করে বন বিভাগের তরফে শেষকৃত্যের প্রক্রিয়া শুরু করা হয়। (আরও পড়ুন: আরও কাছাকাছি ঢাকা-ইসলামাবাদ? বাংলাদেশ সফরের পরিকল্পনা পাক উ𝓰পপ্রধানমন্ত্রীর)
আরও পড়ুন: বাংলায় ফের হাতি মৃত্যু, অসুস্থ থাকার পরেও ১ মাস ধরে🔥 মেলেনি পর্যাপ্ত চিকিৎসা
জানা গিয়েছে, যে হাতিটির মৃত্যু হয়েছে সেটি ছিল মাকনা হাতি। তার মাথা থেকে শুরু করে গোটা শরীরে ক্ষত ছিল। প্রাথমিকভাবে বন বিভাগের অনুমান, অন্য দাঁতালের সঙ্গে জঙ্গল দখলের লড়াই হয়েছিল মাকনা হাতিটির। তবে দাঁতালের সঙ্গে লড়াইয়ে কোনওভাবে সে পেরে ওঠেনি। দাঁতের আঘাতেই মাকনা হাতির শরীর ক্ষতবিক্ষত হয়েছে বলে জানিয়েছেন বন বিভাগের আধিকারিকরা। বন দফতরের অনুমান, মৃত হাতির বয়স প্রায় ৩০ বছর। রবিবার সকালে হাতিটিকে মৃত অবস্থায় দেখতে পেয়ে বাগডোগরা রেঞ্জের বন কর্মী এবং এলিফ্যান্ট স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছয়। পশু চিকিৎসকরাও ঘটনাস্থলে পৌঁছন। তাঁরা হাতিটিকে মৃত ঘোষণা করেন। এরপর হাতিটির দেহ শেষকৃত্যের প্রক্রিয়া শুরু করা হয়। (আরও পড়ুন: 'সৌগত দাদুকে এ🅠কটু বকা দেবেন', রোহিতদের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে 'খোঁচা' মমতাকে)
আরও পড়ুন: 'রাজ্য সভাপতি হবেন বলে ৩ মাস😼 পিছিয়েছে দিলীপের বিয়ে'; তথাগত রায় বললেন...
সূত্রের খবর, হাতি দুটির মধ্যে লড়াই শুরু হয়েছিল রবিবার ভোর ৪ টে থেকে। লড়াই করতে করতে দুটি হাতিই ২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সিঙ্গিঝোরা চা বাগানের পিছনে হুরুলিয়া এলাকায় পৌঁছে যায়। দুই পশুর লড়াইয়ে বেশ কিছু এলাকায় গাছপালা ভেঙে যায়। কয়েক ঘণ্টা পর তাদের লড়াই থামে। আর তার পরেই মৃত্যু হয় মাকনা হাতির। এই ঘটনার পরেই আশঙ্কা করা হচ্ছে দাঁতাল হাতি পুনরায় ফিরে আসতে পারে। আশেপাশে বসতি থাকায় তাই জঙ্গলে নজরদারি ব🐈াড়িয়েছে বন বিভাগ। এ বিষয়ে কার্শিয়াং বন বিভাগেরꩵ ডিএফও দেবেশ পান্ডে জানিয়েছেন, দাঁতাল হাতিটির উপরে নজর রাখা হচ্ছে। বন কর্মীরা নজরদারি চালাচ্ছেন।
এদিকে, কার্শিয়াং বন বিভাগের বামনপোখড়ি রেঞ্জের লামাগুম্বা জঙ্গলে রবিবার আরও একটি হাতির মৃতদেহ পাওয়া গিয়েছে। ডিএফও জানান, হাত♒িটি পাহাড় থেকে পড়ে মারা যেতে পারে। দেহ মহনাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।