ভোর হতে না হতেই ভয়ঙ্কর অগ্নিকাণ্ড কোচবিহারে। আগুনে ভস্মীভূত হয়ে গেল একাধিক দোকান। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। আজ শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে কোচবিহারের দিনহাটার চওড়াহাট বাজারে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, সব মিলিয়ে ১৮টি দোকান অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গিয়েছে। তারফলে স্বাভাবিকভাবেই মাথায় হাত ব্যবসায়ীদের। খবর পেয়ে ঘটনাস্থলে যান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাহায্যের আশ্বাস দিয়েছেন। (আরও পড়ুন: বরোদায় মহিলাকে পিষে 'নিকিতা' বলে চেঁচায় সেই চালক, ꦏকে এই 'নিকিতা'?)
আরও পড়ুন: আমেরিকান এয়ারলাইন্সের বিমানে আগুন! তরিঘরি সরানো হল যাত্রীদের, প্𓆏রকাশ⭕্যে ভিডিয়ো
জানা যাচ্ছে, এদিন ভোরে বাজারের পেঁয়াজপট্টিতে আগুন লাগে। ভোর হওয়ায় স্বাভাবিকভাবেই এলাকার মানুষজন ঘুমিয়ে ছিলেন। তখন স্থানীয় একজন আগুনের শিখা দেখে চিৎকার চেঁচামেচি শুরু করেন। ঘটনায় খবর দেওয়া হয় দমকলকে। পরে খবর পেয়ে দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। এ বিষয়ে দমকলের এক আধিকারিক জানিয়েছেন, খবর মাত্রই দমকল কর্মীরা ইঞ্জিন সহ ঘটনাস্থলে পৌঁছন। আগুন নেভাতে সময় লেগেছে প্রায় চার ঘণ্টা। যদিও কী কারণে আগুন লাগে? তা জানা যায়নি। আগুন লাগার কারণ খুঁজে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। (আরও পড়ুন: হোলিতে ছড়াল🍬 হিংসা, ছোড়া হল পাথ𒀰র, বাইক-দোকানে আগুন, জখম বেশ কয়েকজন)
আরও পড়ুন: বছর ১২ꦿ-র নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে গ্🌳রেফতার ২৩ বছরের তরুণী
এদিকে, ঘটনার খবর পেয়ে এদিন ঘটনাস্থলে ছুটে আসেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তিনি অবশ্য আগুন লাগার জন্য ব্যবসায়ীদেরকেই দায়ী করেছেন। তাঁর দাবি, আগুন লাগার জন্য ব্যবসায়ীদের মধ্যে কিছুটা অসচেতনতাও রয়েছে। একইসঙ্গে যে ১৮ দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ব্যবসায়ীদের আর্থিক সাহায্য দেওয়া হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। আজই এই আর্থিক সাহায্য তুলে দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি, যাতে ব্যবসায়ীরা পুনরায় ঘুরে দাঁড়াতে পারেন। (আরও পড়ুন: মেধাবী ভারতীয় ডক্টরেট ছাত্রীর ভিসা বাতিল USA-র, কে এই রঞ্জনি ﷽꧅শ্রীনিবাসন?)
এক ব্যবসায়ী জানিয়েছেন, তার সুপারির দোকান ছিল। সেটি পুড়ে ছাই গিয়েছে। সব👍 মিলিয়ে ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। মহাকুমার ব্যবসায়ীদের সংগঠনেরও দাবি, ব্যবসায়ীদের মধ্যে অসচেতনতা রয়েছে। এর আগেও একাধিকবার এই বাজারে আগুন লেগেছে। তারপরেও ব্যবসায়ীরা সꩵতর্ক হননি।