ফের শহরে মরণোত্তর অঙ্গদান। এক যুবকের অঙ্গে নতুন জীবন ফিরে পেলেন চারজন। এছাড়াඣও, দৃষ্টিশক্তি ফিরে পেতে চলেছে দুজনের। ট্রাক দুর্ঘটনার পর বছর পঁচিশের যুবক জয়েশ লক্ষ্মীশঙ্কর জয়꧃সওয়ালের ব্রেন ডেথ ঘোষণা করেন চিকিৎসকরা। এরপরই তাঁর পরিবারের সদস্যদের মরণোত্তর অঙ্গদানের সিদ্ধান্ত নেন। ৬ জনের শরীরে জয়েশের বিভিন্ন অঙ্গ প্রতিস্থাপন করা হয়।
আরও পড়ুন: সঙ্কট এখনও কাটেনি, ভেন্টিলেশনে আছেন এসএসকেএমে যৌথ অঙ্গ প্রতিস্থ🎉াপিত হওয়া তরুণ
বুধবার জয়সওয়ালের গুরুত্বপূর্ণ অঙ্গ চারজনের শরীরে প্রতিস্থাপন করা ☂হয়েছে। অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন জয়সওয়াল। সেখানেই চিকিৎসকরা তাঁর ব্রেন ডেথ ঘোষণা করেন। তাঁর ফুসফুস, লিভার এবং একটি কিডনি ওই হাসপাতালে দান করা হয় এবং অন্য কিডনি দান করা 🐬হয় পিজি হাসপাতালে। জয়েশের কর্নিয়া দান করা হয়েছে দিশা চক্ষু হাসপাতালে। হাসপতাল সূত্রে জানা গিয়েছে, গত ৮ মে রাতে জয়সওয়াল কাশীপুরের বাড়ি ফিরছিলেন। সেই সময় একটি ট্রাক তাঁকে পিষে দেয়। প্রথমে তাঁকে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁর পরিবার তাঁকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করেন। চিকিৎসকরা জানান, মস্তিষ্কে গুরুতর আঘাতের কারণে রক্ত জমাট বেঁধে ছিল। মস্তিষ্কের আঘাত এতটাই তীব্র ছিল যে তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। সন্তানকে হারিয়ে শোকে মূহ্যমান থাকা সত্ত্বেও তাঁর অভিভাবকরা একাধিক জীবন বাঁচাতে জয়েশের অঙ্গদানের মহৎ উদ্যোগে সম্মত হন।