বোলপুরের কালিকাপুরে অনুব্রত মণ্ডলের চালকলে ৬ ঘণ্টার তল্লাশি শেষ করে বেরিয়েছেন সিবিআই গোয়েন্দারা। আর তল্লাশিতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে ওই চালকলের ২ ডিরেক্টরের মধ্যে একজন অনুব্রতর কন্যা, অন্যজন অনুব্রতর বাড়ির এক পরিচারিকা।
সিবিআই সূত্রে খবর, ৪৫ বিঘা জমির ওপর ওই চালকল অনুব্রত মণ্ডল কেনেন ২০১৩ সালে। হারাধন মণ্ডল নামে এক ব্যক্তির কাছ থেকে কার্যত জোর করে চালকলটি কেনেন মাত্র ৮ লক্ষ টাকায়। হারাধনবাবুর পরিবারের সদস্যরা জানিয়েছেন, চালকল বিক্রির কোনও পরিকল্পনা ছিল না তাদের। কিন্তু তৃণমূল ক্ষমতায় আসার পর বাড়ির কাছের ওই চালকল কিনতে মরিয়া হয়ে ওঠেন অনুব্রত। নানা রকম হুমকি দিতে থাকেন তিনি। সেই হুমকির মুখে জলের দরে চালকল বিক্রি করতে বাধ্য হন তাঁরা।
গাড়ি ফেরত চাইলে বলেছিল, জেলে থাকবি না গাড়ি চড়বি? দাবি অনুব্রতর গাড়ির মালিকের
গোয়েন্দা সূত্রে খবর, অনুব্রতর চালকল নথিভুক্ত ছিল তাঁর স্ত্রী ও মেয়ের নামে। কিন্তু স্ত্রী ছবি মণ্ডলের মৃত্যুর পর বাড়ির এক পরিচারিককে ডিরেক্টর হিসাবে নিয়োগ করা হয়।
স্থানীয়রা জানাচ্ছেন, অনুব্রতর চালকলে পুরো দমে কাজ চলেছে বছরের পর বছর। লকডাউনের পর থেকে উৎপাদন কিছুটা ধাক্কা খায়। আর কেষ্ট গ্রেফতার হওয়ার পর থেকে সেখানে আর কর্মীদের দেখা যাচ্ছে না।