মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফের একবার মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগে সরব হল বিজেপি। এবার জলপাইগুড়ির বানারহাটের শীতলা মন্দিরকে ১ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও টাকা না দেওয়ার অভিযোগ তুলল তারা। বুধবার উত্তরকন্যা থেকে বানারহাট শীতলা মন্দিরে অতিথিশালা তৈরির জন্য ১ কোটি টাকা দেওয়ার ঘোষণা করেন মমতা। বিজেপির দাবি, ২০২৩ সালে একই রকম একটি প্রশাসনিক সভা থেকে একই প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই টাকা আজও পায়নি মন্দির কর্তৃপক্ষ।
বুধবার উত্তরকন্যার প্রশাসনিক সভা থেকে বানারহাট শীতলা মন্দিরকে ১ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির দাবি, ২০২৩ সালের ১১ ডিসেম্বর বানারহাটের তরুণ সংঘের মাঠে এক প্রশাসনিক সভা থেকে একই প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। ওই অনুষ্ঠানে মন্দির কর্তৃপক্ষ মুখ্যমন্ত্রীর কাছে সহযোগিতার অনুরোধ করেন। সেই অভিযোগে সাড়া দেন তিনি।
তার পর প্রায় দেড় বছর কাটলেও আজও মন্দির কর্তৃপক্ষ টাকা পায়নি বলে দাবি বিজেপির। তাদের দাবি, মিথ্যা প্রতিশ্রুিতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক শংকর ঘোষ বলেন, ‘মুখ্যমন্ত্রী বলেছিলেন না, প্রতিশ্রুতি হল প্রতারণা। উনি নিজে সেটা করেন বলে বলেছিলেন। মন্দির কমিটিকে টাকা দেওয়ার নাম করেও প্রতারণা। আর কত নীচে নামবে এরা?’
ওদিকে জেলা তৃণমূলের এক নেতা বলেন, ‘কাগজপত্রে কিছু সমস্যা থাকায় টাকাটা এতদিন দেওয়া যায়নি। মুখ্যমন্ত্রী যখন বলেছেন দ্রুত টাকাটা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।’