বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে মুম্বই মেল। ট্রেনটির সামনের দিকে ইঞ্জিন-সহ দুটি বগি খুলে যাওয়ার ফলে ঘটেছিল বিপত্তি। এক্ষেত্রে রেলের সুরক্ষা নিয়ে ফের উঠেছে প্রশ্ন। এই ঘটনার পরেই রক্ষণাবেক্ষণ নিয়ে অভিযোগ তুলেছিলেন যাত্রীরা।
কাপলিং খুলে যাওয়ার পর মুম্বই মেল। নিজস্ব ছবি
বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে মুম্বই মেল। ট্রেনটির সামনের দিকে ইঞ্জিন-সহ দুটি বগি খুলে যাওয়ার ফলে ঘটেছিল বিপত্তি। এক্ষেত্রে রেলের সুরক্ষা নিয়ে ফের উঠেছে প্রশ্ন। এই ঘটনার পরেই রক্ষণাবেক্ষণ নিয়ে অভিযোগ তুলেছিলেন যাত্রীরা। আর এবার রেলের আধিকারিকদের একাংশ সেই অভিযোগ তুললেন। সেক্ষেত্রে কাপলিং ঠিকমতো পরীক্ষা করা হয়নি বলে দাবি আধিকারিকদের।
দক্ষিণ-পূর্ব রেলের এক আধিকারিক জানিয়েছেন, সাধারণত ডিপোয় পাওয়ার দিয়ে পরীক্ষা করা দেখা হয় যে কাপলিং কতটা টান সহ্য করতে পারে। এমনকী অনেক ক্ষেত্রে পরীক্ষা করার সময় তা ভেঙেও যায়। তবে বগি ঠিকমতো জোড়া না হলে তা খুলে যায়। এক্ষেত্রেও তেমনটাই হয়েছে বলে রেলের আধিকারিকদের একাংশের দাবি।
রেল সূত্রে জানা গিয়েছে, সাধারণত মালগাড়ির ক্ষেত্রে কাপলিং ভাঙার সম্ভাবনা বেশি থাকে। কারণ মালগাড়ির ওজন হয়ে থাকে ৬০০০ টনের বেশি। সেই জায়গায় যাত্রীবাহী ট্রেনের ওজন হয়ে থাকে ২ থেকে ৩ হাজার টন। সেই কারণে মালগাড়ি চালানো হয় ৬ হাজার হর্সপাওয়ারের ডবলুএজি৭এ ইঞ্জিনে। অন্যদিকে, যাত্রীবাহী ট্রেন চালানো হয় ডবলুএপি ইঞ্জিনে। ইতোমধ্যেই এই ঘটনায় তদন্ত শুরু করেছে রেল। যদিও সেই রিপোর্ট এখনও হাতে আসেনি।