সিউড়ি ২ নম্বর ব্লকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফের নয়া মোড়। এ বার ব্লক সভাপতি নুরুল ইসলামের বিরুদ্ধ গোষ্ঠীর নেতা হিসাবে পরিচিত এহসানুল হক ওরফে বকুলকে বিশেষ নিরাপত্তা দিল পুলিশ। শুক্রবার থেকে সিউড়ি থানার দু'জন পুলিশকর্মীকে বকুলের সর্বক্ষণের নিরাপত্তাকর্মীকে হিসাবে নিয়োগ করা হয়েছে। তবে কেন তিনি নিরাপত্তারক্ষী পেলেন তা নিয়ে মুখ খুলতে চাননি বকুল। অন্য দিকে ব্লক সভাপতি নুরুলের দাবি, বকুল সরকারি বা দলীয় কোনও পদেই না থাকলেও মনগড়া কিছু মিথ্যা ভয়ের কথা বলে নিরাপত্তা পেয়েছেন।
এহসানুল হক ওরফে বকুল সিউড়ি ২ ব্লকের দমদমা পঞ্চায়েতের প্রাক্তন প্রধান। কয়েক বছর আগে আর্থিক কেলেঙ্কারির অভিযোগে তাঁকে দলের সমস্ত পদ থেকে সরিয়ে দেন নুরুল ইসলাম। তার পর বেশ কিছু দিন গ্রামছাড়াও ছিলেন বকুল। যদিও দলের একাংশের দাবি, গ্রামের বাইরে থাকলেও দীর্ঘদিন থেকেই তলে তলে সিউড়ি ২ ব্লকে নুরুল ইসলামের বিরুদ্ধে অপর একটি গোষ্ঠী তৈরি করার কাজ করছিলেন বকুল। গত কয়েক মাস ধরে ব্লকে নুরুল বিরোধী নেতৃত্বের অন্যতম মুখ হিসাবেও উঠে আসেন বকুল। এ বার তাঁকে নিরাপত্তা দিয়ে কার্যত ব্লক সভাপতির বিরোধী গোষ্ঠীর মুখ হিসাবেই প্রতিষ্ঠা দিল। যদিও এই মুহুর্তে দলের কোনও পদে বা প্রশাসনিক কোনও পদে নেই বকুল।
নিরাপত্তা পাওয়া নিয়ে এ দিন বকুল বলেন, ‘আমার কিছু সমস্যার কথা আমি লিখিত আকারে পুলিশ সুপারকে জানিয়েছিলাম। আমি রাজনীতি করি, নানা সমস্যার মধ্যে থাকতে হয়। ঠিক কী কী কারণে আমি নিরাপত্তা চেয়েছিলাম, তা প্রকাশ্যে বলতে চাই না৷ তবে আমার সমস্যাগুলি বুঝে পুলিশের তরফে এই নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।’
পাল্টা নুরুল ইসলাম বলেন, ‘নিরাপত্তা পেতে গেলে কিছু কিছু কথা বলতে হয়৷ তেমনই কিছু কথা কেউ মিথ্যা মিথ্যা বলেছে। যাদের মিথ্যা দিয়ে জীবন চলে, তাদের শেষও মিথ্যাতেই হয়। যিনি নিরাপত্তা পেয়েছেন, তিনি না প্রশাসনের বা দলের কোনও পদে আছেন? তারপরও কেন পেলেন, সেই উত্তর আমার জানা নেই।’