সরস্বতী প্রতিমার ভাসানকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে ডিজে বন্ধ করতে গিয়ে মার খেল পুলিশ। মাথা ফাটল এক পুলিশকর্মীর। কার্যত রণক্ষেত্র চেহারা নেয় এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পরে এই ঘটনায় ৩০ জনকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে পান্ডুয়ার পাঁচঘড়া-তোরগ্রাম গ্রাম পঞ্চায়েতের নিয়াল ন’পাড়া এলাকায়।
আরও পড়ুন: বাবা মাকে অত্যাচার, বাঁচাতে গিয়ে পুলিশকে দা-এর কোপ ছেলের, প্রাণ বাঁচাল মোবাইল
জানা গিয়েছে, শনিবার সকালে সরস্বতী প্রতিমার ভাসানের সময় এই ঘটনা ঘটে। তাতে মোট তিনজন পুলিশকর্মী আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজন এসআই, এক ভিলেজ পুলিশ ও একজন সিভিক ভলান্টিয়ার। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু করে শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা। ইটের আঘাতে মাথা ফেটে যায় এসআই রাজদেব হাজরার। আর বাকি দুজন আহত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে একাধিক থানা থেকে পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে। যার মধ্যে রয়েছে বলাগড়, পোলবা থানা এবং অন্যান্য থানার পুলিশ। শেষপর্যন্ত পুলিশ লাঠিচার্জ করে করে তাদের ছত্রভঙ্গ করে।
জানা গিয়েছে, ন’পাড়ায় আটটি সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছিল। উদ্যোক্তারা ঠিক করেছিলেন, শনিবার একসঙ্গে এই প্রতিমাগুলির নিরঞ্জন করা হবে। সেই মতো সকাল থেকে তাঁরা প্রস্তুতি শুরু করেন। এরপর সকাল থেকে শুরু হয় ডিজে বক্সের তাণ্ডব।