প্রাণভয়ে আতঙ্কে মুর্শিদাবাদের বাড়ি ছেড়ে রাতারাতি চলে গিয়েছিলেন মালদায়꧑। এরপর মালদার একটি স্কুলে আশ্রয় নিয়েছিলেন তাঁরা। সেই ঘরছাড়াদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন একাধিক রাজনৈতিক দলের নেতা নেত্রীরা। এদিকে পুলিশ ধাপে ধাপে সেই ঘরছাড়াদের ঘরে ফেরানোর চেষ্টা করছিল। এবার একেবারে দল বেঁধে পুলিশ পাহারায় মালদায় চলে যাওয়া ঘরছাড়াদের নৌকা করে ফেরানো হল মুর্শিদাবাদের নিজেদের গ্রামে।
রবিবার পুলিশের পদস্থ কর্তারা গিয়েছিলেন𒀰 একেবারে নদী༺র ঘাটে।
এসপি জঙ্গিপুর আনন্দ রায় সংব♔াদ সংস্থা এএনআইকে জানিয়♏েছেন, যাঁরা ফিরছেন তাঁদের জন্য় আমরা এসেছি। বর্তমানে পরিস্থিতি একেবারে শান্তিপূর্ণ। আমরা প্রথমদিন থেকে গ্রেফতার করছি। খুনের ঘটনায় একজনকে ও হিংসার ঘটনায় অপর একজনকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে আমরা ১৫৩টি কেস করেছি। ২৯২জনকে গ্রেফতার করেছি। জানিয়েছেন পুলিশ সুপার।
একে একে ঘরছাড়াদের এদিন ফেরানো হꦿয় মুর্শিদাবাদে। তাঁদের জন্য সরকারি সহায়তার ব্যবস্থা করা হয়েছে। তাঁদের যাতে কোনও সমস্যা না হয় সেকারণে পুলিশ পাহারার ব্যবস্থাও রয়েছে। পুলিশ ছিল এদিন অতি মাত্রায় তৎপর। তাদের যাতে সমস্যা না হয় সেকারণে সবরকম উদ্যোগ নেওয়া হয়। সব মিলিয়ে একেবারে সাজো সাজো রব। তবে অনেকেরই প্রশ্ন এককাপড়ে যেদিন তারা ঘর ছেড়েছিলেন তখন কোথায় ছিল পুলিশ?
কার্যত মুর্শিদাবাদের ঘটনার জেরে অত্যন্ত সতর্ক হয়ে পা ফেলছে পুলিশ প্রশাসন। ইতিমধ্য়েই জꦅাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা গিয়েছিলেন মুর্শিদাবাদে। সামগ্রিক পরিস্থিতিতে মুর্শিদাবাদের ঘটনার জেরে অস্বস্তিতে পড়েছে শাসকদল।