শুক্রবার করোনা কেড়ে নিল বাংলার তিনজনের প্রাণ। এদিনও নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ২১০ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ২১৭ জন করোনা রোগী। বর্তমানে পশ্চিমবঙ্গে সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৭🦩.৬৩ শতাংশ। এবং এই মুহূর্তে রাজ্যে মোট অ্যাকটিভ কোভিড কেসের সংখ্যা ৩৩৩৩ট♌ি। গত ২৪ ঘণ্টায় ১০টি অ্যাকটিভ কোভিড কেস কমেছে।
এদিকে, শনিবার মোট ২০ হাজার ১৩টি নমুনা করোনার জন্য পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে পজিটিভ এসেছে ৬.৭৩ শতাংশ নমুনা। এ ꦗপর্যন্ত পশ্চিমবঙ্গে করোনায় আক্র൲ান্ত হলেন ৫ লক্ষ ৭৪ হাজার ৭১৬ জন এবং সুস্থ হয়ে উঠেছেন ৫ লক্ষ ৬১ হাজার ৩২৭ জন। করোনার বলি হয়েছেন মোট ১০ হাজার ২৬৬ জন রাজ্যবাসী।
শনিবার করোনায় মৃত তিনজনের মধ্যে দু’জনই কলকাতার বাসিন্দা। আর একজন জলপাইগুড়ির। দৈনিক সংক্রমণ ও সুস্থতার নিরিখে এখনও এগিয়ে রয়েছে উত্তর ২৪ পরগনা ও কলকাতা। গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ৬৯ জন আর সুস্থ হয়ে উঠেছেন ৫৮ জন। এবং এদিন উত্তর ২৪ পরগনায় সংক্রমিত হয়েছেন ৪৯ জন এবং মারণ ভাইরাসকে জয় করেছেন ৪৮ জন। দক্ষি💖ণ ২৪ পরগনায় এদিন করোনা আক্রান্ত ও সুস্থতার সংখ্যা যথাক্রমে ১৭ এবং ১৫ জন।