মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের জমানায় স্বাস্থ্যশিক্ষা বিভাগে বেনিয়মের অভিযোগ নতুন নয়। ভুয়ো সার্টিফিকেটের মাধ্যমে MBBSএ ভর্তি থেকে পরীক্ষায় টোকাটুকি, বাদ নেই কোনও অভিযোগের। রাজ্যের স্বাস্থ্যশিক্ষা বিভাগে ব্যাপক বেনিয়ম চলছে তা প্রকাশ্যে চলে এল ন্যাশনাল মেডিক্যাল কমিশনের একটা রিপোর্টে। তাতে কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজে একাধিক বেনিয়মের প্রমাণ পাওয়া গিয়েছে বলে উল্লেখ করা হয়েছে। ওই সব কাণ্ড কারখানা বন্ধ না করলে মেডিক্যাল কলেজটিকে মোটা জরিমানার মুখে পড়তে হবে বলে জানিয়েছে কমি🎐শন। যার অংক ছুঁতে পারে ৮ কোটি টাকা।
ন্যাশনাল মেডিক্যাল কমিশনের ওই রিপোর্টে জানানো হয়েছে, NRS হাসপাতালে পরীক্ষা হলে টোকাটুকির সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। হাসপাতালের ২০টিꦰ বিভাগের মধ্যে ১৮টিতে অধ্যাপক চিকিৎসকদের উপস্থিতির হার কম। একাধিক বিভাগে রেসিডেন্ট ডাক্তারের পদ খালি রয়েছে। তার মধ্যে রয়েছে অ্যানাটমি, বায়োকেম𒁃িস্ট্রি, ফিজ়িওলজি, ফরেন্সিক মেডিসিনের মতো বিভাগ। পাশ করা স্নাতকোত্তর চিকিৎসকদের নিয়োগ করা হয়নি।
এছাড়া রিপোর্টে উল্লেখ করা হয়েছে, হা꧟সপাতালের মোড বেডের মাত্র ৭৩ শতাংশ বেডে রোগী ভর্তি থাকে। যা অন্যান্য মেডিক্যাল কলেজের গড়ের থেকে কম। হাসপাতালে মৃত্যু হলে তার তথ্য ঠিক মতো সরকারি ওয়েবসাইটে আপলোড করা হয় না। কয়েকটি বিভাগে রোগীদের শারীরিক 🅰বিভিন্ন পরীক্ষার ফল নির্ভুল নয়। অস্ত্রোপচার সংক্রান্ত তথ্যও ঠিক মতো পাওয়া যায় না।
এই বিষয়গুলি নিয়ে NRSএর অধ্যক্ষের কাছে জবাব চেয়েছে কমিশন। উত্তর সন্তোষজনক না হলে ৮ কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে বলে জানানো হ🍌য়েছে।