যে টাকা নিয়ে এই বিবাদ, সেই বিধবা ভাতার এককালীন ১০ হাজার টাকা তুলে ফুলজান বিবি রেখেছিলেন এক প্রতিবেশীর বাড়িতে। সেই প্রতিবেশী কে, বা টাকা কোথায়, তার হদিশ পেতে তদন্ত জারি রেখেছে পুলিশ।
জেঠিয়ায় বৃদ্ধার মৃত্যুতে গ্রেফতার জামাই।
ঘটনা গত ২৩ জানুয়ারির। সেদিন রাতে উত্তর ২৪ পরগনার নৈহাটির জেঠিয়া থানার অন্তর্গত এলাকায় এক বৃদ্ধার মৃত্যুকে ঘিরে রহস্য দানা বাঁধে। তদন্তে নেমেই বৃদ্ধার মৃতদেহ দেখে সন্দেহ হয় পুলিশের। পরিবারের সদস্যদের এক এক করে জেরা শুরু করে পুলিশ। সেই সূত্রে বৃদ্ধার ছোট জামাই আখের মল্লিককে জেরা করে পুলিশ। জেরার পরই আখেরকে গ্রেফতার করা হয়েছে ওই বৃদ্ধার খুনের ঘটনায়।
গোটা ঘটনার সূত্রপাত বিধবা ভাতার টাকা নিয়ে। সদ্য় ৭৯ বছরের বৃদ্ধা ফুলজান বিবি তাঁর বিধবা ভাতার এককালীন ১০ হাজার টাকা তুলেছিলেন। সেই টাকা যে ফুলজান বিবি তুলেছেন, তা জানত তাঁর জামাই। এই টাকা নিয়েই দুজনের মধ্যে ঘটনার রাতে ঝগড়া হয় বলে খবর। পুলিশ জানিয়েছে, শাশুড়ি ফুলজানকে হত্যার অভিযোগ রয়েছে জামাই আখের আলি মল্লিকের বিরুদ্ধে। আখের আলি পুলিশকে জানিয়েছে, রোজই নানান রকম কারণে বচসা লেগে থাকত। শাশুড়ি তার সঙ্গে খুব একটা ভালো ব্যবহার করতেন না। জানা যাচ্ছে, ফুলজান বিবিকে মেয়ের পরিবার খেতেও দিত না। প্রতিবেশীরাই ফুলজানকে দেখভাল করত বলে খবর। মেয়ের পরিবারের সঙ্গে বৃদ্ধার ঝগড়া অশান্তি টের পায় প্রতিবেশীরাও। এদিকে, যে টাকা নিয়ে এই বিবাদ, সেই বিধবা ভাতার এককালীন ১০ হাজার টাকা তুলে ফুলজান বিবি রেখেছিলেন এক প্রতিবেশীর বাড়িতে। সেই প্রতিবেশী কে, বা টাকা কোথায়, তার হদিশ পেতে তদন্ত জারি রেখেছে পুলিশ।
পুলিশ বলছে, যেদিন তদন্তের নিরিখে বৃদ্ধার বাড়িতে যায় পুলিশ, সেদিনও নির্লিপ্তভাবে ছাগলকে খাওয়াচ্ছিল অভিযুক্ত আখের। দেখে সন্দেহ হওয়ার উপায় ছিল না। তবে পরে জেরার মুখে সমস্ত ঘটনা আখের স্বীকার করেছে বলে খবর। আখের আলির কাছে খবর ছিল, বিধবা ভাতার টাকা তিলে তিলে জমানোর পর তা এককালীন কিস্তিতে তুলেছেন বৃদ্ধা। পরে আখের জানতে পারে, টাকা প্রতিবেশীর কাছে রয়েছে। তার জেরে ক্ষোভ বেড়ে যায়। রাতে বৃদ্ধাকে গলায় কোপ বসিয়ে হত্যা করার অভিযোগ রয়েছে আখেরের বিরুদ্ধে।