কেন্দ্রীয় সরকারের ভুল অর্থনৈতিক নীতির জন্যই দেশ ভয়াবহ অবস্থার মুখে দাঁড়িয়ে আছে। সম্প্রতি এই ভাষাতেই মোদী সরকারকে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান আর্থিক উপদেষ্টা অমিত মিত্র। সম্প্রতি দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্ট্যান্টসের সভায় যোগ দেন মুখ্যমন্ত্রীর প্রধান আর্থিক উপদেষ্টা। সেখানে তিনি মোদী সরকারের আর্থিক নীতির কড়া সমালোচনা করে জানান, ‘করোনার আগেই বেহাল অর্থনৈতিক অবস্থার সূত্রপাত হয়েছিল। এখনও তা বহাল রয়েছে। এখন আর্থিক বৈষম্য ক্রমশ বাড়ছে। আমার বন্ধু নির্মলা সীতারামনও বেসরকারি লগ্নি না বাড়ার কথা স্বীকার করে নিয়েছেন।’ রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রীর মতে, দেশে নোট বাতিল ও তড়িঘড়ি জিএসটি চালু করা মারাত্মক ভুল হয়েছে। দেশ প্রায় স্ট্যাগফ্লেশনের মুখে দাঁড়িয়ে আছে। উল্লেখ্য, বেকারত্ব ও মূল্যবৃদ্ধি লাগাম ছাড়া হলে তাঁকে স্ট্যাগফ্লেশন বলা হয়। সম্প্রতি দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্ট্যান্টসের সভায় যোগ দেন মুখ্যমন্ত্রীর প্রধান আর্থিক উপদেষ্টা। সেখানে তিনি মোদী সরকারের আর্থিক নীতির কড়া সমালোচনা করে জানান, ‘করোনার আগেই বেহাল অর্থনৈতিক অবস্থার সূত্রপাত হয়েছিল। এখনও তা বহাল রয়েছে। এখন আর্থিক বৈষম্য ক্রমশ বাড়ছে। আমার বন্ধু নির্মলা সীতারামনও বেসরকারি লগ্নি না বাড়ার কথা স্বীকার করে নিয়েছেন।’ রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রীর মতে, দেশে নোট বাতিল ও তড়িঘড়ি জিএসটি চালু করা মারাত্মক ভুল হয়েছে। দেশ প্রায় স্ট্যাগফ্লেশনের মুখে দাঁড়িয়ে আছে। উল্লেখ্য, বেকারত্ব ও মূল্যবৃদ্ধি লাগাম ছাড়া হলে তাঁকে স্ট্যাগফ্লেশন বলা হয়।একইসঙ্গে কেন্দ্রের নীতির সমালোচনা করে রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী জানান, ‘কেন্দ্র শিল্পকে কর ছাড় বা ঋণের যে সুবিধা দিয়েছিল, চাহিদার অভাবে তারা তা লগ্নিতে বাস্তবায়িত করতে পারেনি।’