বিচারপতি অমৃতা সিনহার এজলাসে বিচারাধীন প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আর রাজ্যের হয়ে শুনানি করতে পারবেন না রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। স্বার্থের দ্ꦇবন্দে জড়িয়ে পড়ায় তাঁকে এই নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা। গত মাসেই কিশোর দত্তকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল নিয়োগ করেღ রাজ্য সরকার। তার পর তাঁর বিরুদ্ধে স্বার্থের দ্বন্দে জড়িয়ে থাকার অভিযোগ ওঠে।
বিচারপতি অꦦমৃতা সিনহা এদিন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে ডেকে প্রশ্ন করেন, আপনি কি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত কোনও মামলায় কোনও অভিযুক্তের হয়ে🎃 অন্য কোথাও সওয়াল করছেন? জবাবে কিশোর দত্ত জানান, আমি অন্য একটি এজলাসে সুজয়কৃষ্ণ ভদ্রের হয়ে সওয়াল করছি। তখন বিচারপতি জানতে চান, কী করে একই ব্যক্তি রাজ্য ও অভিযুক্তের হয়ে সওয়াল করতে পারেন? এক্ষেত্রে স্পষ্ট স্বার্থের দ্বন্দ তৈরি হয়েছে। আপনি এই মামলায় আর রাজ্য সরকারের হয়ে সওয়াল করতে পারবেন না।
এদিন বিচারপতি সিনহা আরও বলেন, দীর্ঘদিন ধরে নিয়োগ দুর্নীতির বিচারপ্রক্রিয়া চলছে। কবে তা শেষ হবে কেউ জানে ꧟না। ওদিকে চাকরিপ্রার্থীদের বয়স বেড়ে যাচ্ছে। তার সঙ্গে নতুন টেট হওয়ায় যোগ্য প্রার্থীদের সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতিতে নিয়োগে ব্যবস্থাটা কী করে স্বাভাবিক করা যায় সেব্যাপারে রাজ্যের উদ্যোগ গ্রহণ করা উচিত। মামলাকারীদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে রাজ্যকে। এব্যাপারে রাজ্যের আইন♍জীবীকে মামলাকারীদের আইনজীবীর সঙ্গে কথা বলার নির্দেশ দেন তিনি।
ওদিকে ব🐻িচারপতি সিনহার নির্দেশের জেরে কিশোর দত্তের মতো বরিষ্ঠ আইনজীবী যথেষ্ট অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়লেন বলে মনে করছেন আইনজ্ঞ মহল।