মাওবাদীদের পেতে রাখা আইইডি বিস্ফোরণে প্রাণ গেল এক জওয়ানের। তিনি ছত্তিশগড় সশস্ত্র বাহিনী (ক্যাফ)-এর সদস্য ছিলেন বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ (সোমবার - ২১ এপ্রিল, ২০২৫) মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের বিজাꦛপুর জেলায়।
সংশ্লিষ্ট এক আধিকারিক জানিয়েছেন, বিস্ফোরণের ঘটনাটি ঘটে টয়নার এবং ফার্সিগড় গ্রামের মাঝামাঝি এলাকায়। সেখানে একটি সড়ক নির্মা💝ণের কাজ চলছিল। সেখানেই টহলদারি চলাকালীন বিস্ফোরণের কবলে পড়ে প্রাণ যায় ওই জওয়ানের। নির্মাণকাজে সুরক্ষা প্রদান করতেই এই নজরদারি চালানো হচ্ছিল।
তিনি আরও জানিয়েছেন, নিহত জও🐼য়ানের নাম মনোজ পূজারী। ২৬ বছরের মনোজ ক্য়াফ-এর ১৯তম ব্যাটালিয়নের⛄ কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
প্রসঙ্গত, ছত্তিশগড়ে এমন ঘটনা নতুন কিছু 💫নয়। জঙ্গলের পথে প্রায়𒊎ই আইইডি পুঁতে রাখে মাওবাদীরা। সেসবে পা পড়ে আগেও নিরাপত্তাবাহিনীর সদস্যদের শহিদ হতে হয়েছে। এমনকী, বহু গ্রামবাসীকেও এভাবে তাঁদের প্রাণ বিসর্জন দিতে হয়েছে।
গত ৯ এপ্রিল (২০২৫) বিজাপুরে একই ধরনের একটি বিস্ফোরণ হয়েছিল। তাতে এক সিআরপিএফ জওয়ান জখম হন। তারও আগে গত ৪ এপ্রিল ন🐻ারায়ণপুরে এমনই একটি বিস্ফোরণಌে প্রাণ যায় ২৫ বছরের এক যুবকের। সেই ঘটনায় আহত হন আরও একজন।