বাংলা নিউজ > কর্মখালি > HS 2024 Philosophy Exam Review: প্রথা ভাঙল উচ্চমাধ্যমিকের দর্শনে, কোন প্রশ্নটা কঠিন? বাকিটা কেমন? জানালেন শিক্ষক
পরবর্তী খবর
HS 2024 Philosophy Exam Review: প্রথা ভাঙল উচ্চমাধ্যমিকের দর্শনে, কোন প্রশ্নটা কঠিন? বাকিটা কেমন? জানালেন শিক্ষক
1 মিনিটে পড়ুন Updated: 23 Feb 2024, 03:07 PM ISTAyan Das
HS 2024 Philosophy Exam Review: উচ্চমাধ্যমিকের দর্শনের পরীক্ষা হল আজ। সেই পরীক্ষার প্রশ্নপত্র কেমন হল, তা জানালেন নসিবপুর হাইস্কুলের দর্শনের শিক্ষক গৌতম দাস মণ্ডল। তিনি জানিয়েছেন, এবার প্রথা ভেঙে প্রশ্ন করা হয়েছে।
HS 2024 Philosophy Exam Review: আজ উচ্চমাধ্যমিকের দর্শন পরীক্ষা হল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
আজ উচ্চমাধ্যমিকের কলা বিভাগের দর্শনবিদ্যার (ফিলোজফি) পরীক্ষা হল। সেই পরীক্ষার প্রশ্নপত্র কেমন হল, কোন প্রশ্নটা প্রথা ভেঙে করা হয়েছে, তা ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-কে জানালেন নসিবপুর হাইস্কুলের দর্শনের শিক্ষক গৌতম দাস মণ্ডল। এবারের দর্শনের প্রশ্ন দেখার পর নসিবপুর হাইস্কুলের দর্শনের শিক্ষক মনে করছেন যে বেশ স্ট্যান্ডার্ড প্রশ্ন এসেছে। সব যে সহজ প্রশ্ন হয়েছে, সেটা নয়। কয়েকটি প্রশ্ন এমনভাবে করা হয়েছে, যেগুলি পড়ুয়াদের জ্ঞানের পরীক্ষা নেবে। আর সেটা উচ্চমাধ্যমিক পরীক্ষায় একেবারেই স্বাভাবিক বলে মনে করছেন নসিবপুর হাইস্কুলের দর্শনের শিক্ষক। তবে একটি প্রশ্নের ক্ষেত্রে কিছুটা প্রথা ভাঙা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
নসিবপুর হাইস্কুলের দর্শনের শিক্ষকের কথায়, 'বৈধতা বিচার নিয়ে আমাদের একটা বিকল্প প্রশ্ন থাকে। সেটায় টিকা লিখতে দেয়। কিন্তু এবার সেটা টিকা লিখতে না দিয়ে সম্পাদ্য বা উপপাদ্য প্রমাণ করতে দিয়েছে। ২০১৪ সালের পরে প্রথমবার এরকম হল। পুরনো সিলেবাসে ছিল। কিন্তু নয়া সিলেবাসে আর এরকম প্রশ্ন আসেনি। ২০১৪ সালের পরে একেবারে ২০২৪ সালে সেরকম প্রশ্ন করা হল। যে ছেলেমেয়েরা ঠিক লজিকের বিষয়টা পারত না, তারা ওই টিকার উত্তর দেওয়ার চেষ্টা করত। কিন্তু এবার সেই টিকা আসেনি। তার ফলে সাধারণ ছেলেমেয়েদের পক্ষে একটু অসুবিধাজনক হয়ে গিয়েছে। তারা কিছুটা সমস্যায় পড়বে।’
দর্শনের বাকি প্রশ্নপত্র কেমন এসেছে? সেই প্রসঙ্গে নসিবপুর হাইস্কুলের দর্শনের শিক্ষক বলেন, ‘সার্বিকভাবে প্রশ্ন ভালো এসেছে। প্রশ্নের স্ট্যান্ডার্ডও ভালো হয়েছে। সব প্রশ্ন যে একেবারে সহজ হয়েছে, সেটা নয়। এমসিকিউয়ের কয়েকটি প্রশ্ন একটু ঘোরানো ছিল। বচনের কয়েকটি প্রশ্নও একটু জটিল ছিল। যেটা সাধারণ মানের ছেলেমেয়েরা পারবে না। তবে হ্যাঁ, মোটের উপর প্রশ্ন ঠিক আছে। উচ্চমাধ্যমিকের স্ট্যান্ডার্ড বজায় রাখার জন্য একটি-দুটো প্রশ্ন তো একটু জটিল রাখতেই হবে।'
পড়ুয়ার রিভিউ
কাঁচরাপাড়া ইন্ডিয়ান গার্লস হাইস্কুলের পড়ুয়া মোনালি রাহা জানিয়েছেন, সবমিলিয়ে দর্শন পরীক্ষা ভালো হয়েছে। সোজা এসেছে এমসিকিউ প্রশ্ন। শুধুমাত্র একটা প্রশ্নের ক্ষেত্রে সমস্যা হয়েছে। বৈধতা বিচারের বিকল্প প্রশ্ন হিসেবে উচ্চমাধ্যমিকে টিকা দেওয়া হয়। কিন্তু এবার সেটা আসেনি। ওটা একটু কঠিন লেগেছে। বাকি ঠিক আছে। ঠিকভাবেই বাকি প্রশ্নের দিয়েছেন বলে জানিয়েছেন কাঁচরাপাড়া ইন্ডিয়ান গার্লস হাইস্কুলের পড়ুয়া।
উচ্চমাধ্যমিকের বিভিন্ন বিষয়ের প্রশ্নের রিভিউ
১) উচ্চমাধ্যমিকের বাংলার প্রশ্নপত্র কেমন হয়েছিল? রিভিউ পড়তে ক্লিক করুন এখানে